করোনাভাইরাস ‘আপনার বিগড়ে যাওয়া স্ত্রীর মতো’! মন্তব্য ইন্দোনেশিয়ার মন্ত্রীর, নিন্দার ঝড় বিশ্বজুড়ে
'চিরকাল আমাদের আটকে থাকতে হবে নাকি? পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবার।....
জাকার্তা: করোনা ভাইরাসের প্রকোর বেড়েই চলেছে। বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অতিমারী দমনের পথ বার করতে পারেনি এখনও কোনও দেশই। সেই মুহূর্তে নোভেল করোনাভাইরাস নিয়ে আপত্তিকর মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে ইন্দোনেশিয়ার এক মন্ত্রী। সম্প্রতি এক বিশ্ববিদ্যালয়ের জন্য অনলাইন ভাষণে সে-দেশের নিরাপত্তামন্ত্রী মহম্মদ মাহফুদ এমডি বলেন, করোনা ‘আপনার ঘরের বিগড়ে যাওয়া বউয়ের মতো’! করোনা পরিস্থিতিতে চালু কঠোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্তে সাধারণ মানুষের আতঙ্ক কমাতেই তিনি এই মন্তব্য করেন। ঠিক কী বলেছিলেন মন্ত্রী মহম্মদ মাহফুদ এমডি? 'চিরকাল আমাদের আটকে থাকতে হবে নাকি? পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবার। হালে আমার এক সহকর্মীর কাছে একটা মিম দেখলাম, তাতে বলা হয়েছে, করোনা আপনার স্ত্রীর মতো। শুরুর দিকে আপনি তাকে বশে আনার চেষ্টা করেন, যখন বুঝতে পারলেন, আপনি পেরে উঠছেন না, তখন তার সঙ্গে মানিয়ে চলতে শিখে গেলেন!' নিছক মজা করেই কথাটা বলেছেন, পরে বলেন তিনি। কিন্তু তাতেই বিরূপ প্রতিক্রিয়া হয়েছে বিশ্ব জুড়ে। কোউ কোউ তাঁর মন্তব্যকে যৌনগন্ধী আখ্যা দিয়েছেন। সমালোচকরা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, এটা করোনা- মোকাবিলায় প্রশাসনের অপদার্থতাই তুলে ধরল।
যদি মন্ত্রীর পাল্টা বক্তব্য পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়া বিশ্বের চতুর্থ জনবহুল দেশ। এপর্যন্ত প্রায় ২৪ হাজার করোনা সংক্রমণ ঘটেছে সে-দেশে।