Indonesia Ferry Accident: মাঝ সমুদ্রে ভয়ঙ্কর দুর্ঘটনা, বিধ্বংসী আগুনের গ্রাসে আস্ত জাহাজ, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ যাত্রীদের, এখনও নিখোঁজ ১৩০
Indonesia Ferry Fire: রবিরা ইন্দোনেশিয়ার উত্তরের সুলাওয়েসি প্রদেশে এই ঘটনা ঘটেছে।

নয়াদিল্লি: নয়াদিল্লি: মাঝ সমুদ্রে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই হয় গেল আস্ত জাহাজ। প্রাণে বাঁচতে উত্তাল সমুদ্রেই ঝাঁপ দিলেন যাত্রীরা। ইন্দোনেশিয়া থেকে ভয়ঙ্কর সেই ভিডিও সামনে এসেছে। আগুনে ঝলসে মারা গিয়েছেন বেশ কয়েক জন যাত্রী। সাঁতরে কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছেন অনেকে। উদ্ধারকার্য শুরু হয়েছে। (Indonesia Ferry Accident)
রবিরা ইন্দোনেশিয়ার উত্তরের সুলাওয়েসি প্রদেশে এই ঘটনা ঘটেছে। তালাউদ এবং মানাদো দ্বীপের মাঝামাঝি জায়গায়, সমুদ্রে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সময় অনুযায়ী, দুপুর ১২টা নাগাদ যাত্রী রওনা দিয়েছিল 'KM Barcelona VA' নামের ছোট ওই জাহাজটি। জাহাজে সওয়ার ছিলেন ২৮০ জন যাত্রী। এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। যাঁরা সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, তাঁদের মধ্যে ১৫০ জনকে উদ্ধার করেছে অন্য একটি জাহাজ। এখনও পর্যন্ত ১৩০ জন যাত্রীর কোনও খোঁজ নেই। (Indonesia Ferry Fire)
BREAKING: A fire broke out around 1:30 p.m. local time today on the KM Barcelona VA ferry off the coast of North Sulawesi, Indonesia.
— Volcaholic 🌋 (@volcaholic1) July 20, 2025
The vessel, carrying over 280 people from the Talaud Islands to Manado City, forced passengers to leap into the sea. No confirmed casualties… pic.twitter.com/7zkSEk3ZMB






















