এক্সপ্লোর
Advertisement
আন্তর্জাতিক পর্যটকদের এ দেশে অবস্থান করোনা ঠেকানোর চেষ্টা পণ্ড করতে পারে, আশঙ্কা স্বরাষ্ট্রসচিবের
স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব এঁদের নজরদারির আওতায় আনা হোক। বলেছেন স্বরাষ্ট্রসচিব।
নয়াদিল্লি: বহু আন্তর্জাতিক পর্যটক এখনও এ দেশ ছেড়ে যাননি, এখানেই রয়ে গিয়েছেন। তাঁদের এই থেকে যাওয়া করোনা সংক্রমণ বন্ধ করার চেষ্টা পণ্ড করতে পারে। আশঙ্কা প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা। এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখেছেন তিনি, বলেছেন, আন্তর্জাতিক পর্যটকদের দিকে ঠিকমত নজরদারি হচ্ছে না, তাঁদের মাধ্যমে দেশে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।
গৌবা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যুরো অফ ইমিগ্রেশন জানিয়েছে, ১৮ জানুয়ারি থেকে ২২ মার্চের মধ্যে ১৫ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক এ দেশে এসেছেন। প্রত্যেকের দিকে নজর রাখা দরকার কিন্তু সেটা হচ্ছে না। আর এই গাফিলতি কেন্দ্রীয় সরকার করোনা সংক্রমণ দমনের যে চেষ্টা করছে তা ব্যর্থ করে দিতে পারে। চিঠিতে আরও বলা হয়েছে, ভারতে করোনা মূলত তাঁদের থেকে ছড়িয়েছে, যাঁরা অন্য দেশে গিয়েছিলেন। সেদিক থেকে দেখলেও এই পর্যটকরা করোনা সংক্রমণ ছড়াতে পারেন। অতএব এঁদের টানা নজরদারিতে রাখা অত্যন্ত জরুরি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বহুবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আন্তর্জাতিক পর্যটকদের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে। অতএব স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব এঁদের নজরদারির আওতায় আনা হোক। বলেছেন স্বরাষ্ট্রসচিব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement