Womens Day 2021: অনুষ্কা ও মেয়ের ছবি পোস্ট করে আবেগ ভরা বার্তায় নারী দিবসের শুভেচ্ছা কোহলির
কোহলি আরও লিখেছেন, আমার জীবনের সবচেয়ে দৃঢ়চেতা ও কোমল হৃদয়ের মহিলাকে আন্তর্জাতিক মহিলা দিবসের শুভকামনা। সেইসঙ্গে ওকেও অভিনন্দন, যে ওর মায়ের মতো হয়ে উঠবে। সেইসঙ্গে বিশ্বের সমস্ত মহিলাদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
নয়াদিল্লি: সদ্যোজাত মেয়ে ভামিকা ও স্ত্রী অনুষ্কা শর্মার ছবি পোস্ট করে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর এই শুভেচ্ছা বার্তায় স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কোহলি। স্ত্রী ও মেয়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, অনুষ্কা তাঁর জীবন সবচেয়ে দৃঢ়চেতা মহিলা। তাঁর মেয়েও যাতে অনুষ্কার মতোই হন, তাই চান কোহলি।
কোহলি লিখেছেন, সন্তানের জন্ম দেওয়া সহজ কাজ নয়। তা কারুর কারুর কাছে অবিস্মরণীয় ও আশ্চর্যজনক অনুভূতি হতে পারে। আর তা চোখে দেখলে মহিলাদের ক্ষমতা ও দৈবশক্তির পরিচয় পাওয়া যায়,সেইসঙ্গে বোঝা যায়, ভগবান তাঁদের মধ্যেই জীবন কেন তৈরি করেছেন। কারণ, তাঁরা আমাদের থেকে অনেক বেশি মানসিকভাবে দৃঢ়তার অধিকারী।
কোহলি আরও লিখেছেন, আমার জীবনের সবচেয়ে দৃঢ়চেতা ও কোমল হৃদয়ের মহিলাকে আন্তর্জাতিক মহিলা দিবসের শুভকামনা। সেইসঙ্গে ওকেও অভিনন্দন, যে ওর মায়ের মতো হয়ে উঠবে। সেইসঙ্গে বিশ্বের সমস্ত মহিলাদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
উল্লেখ্য, চলতি বছরের শুরুটা ভারতের অন্যতম তারকা-জুটির দারুণ হয়েছে। গত ১১ জানুয়ারি তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়েছে। ১১ জানুয়ারি বাবা হওয়ার সুখবর জানিয়ে কোহলি লিখেছিলেন, খুবই খুশির সঙ্গে আমরা জানাচ্ছি যে, আজ দ্বিপ্রহরে আমাদের মেয়ের জন্ম হয়েছে। ভালোবাসা ও শুভকামনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। অনুষ্কা ও মেয়ে-দুজনেই ভালো আছে।
হাসপাতাল থেকে অনুষ্কা ছাড়া পাওয়ার পর ছবি পোস্ট করে তাঁর ও সদ্যোজাত কন্যার ঝলক দেখিয়েছিলেন কোহলি।