এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস ঠেকায়! ফেক নিউজ বিশ্বাস করে অ্যালকোহল খেয়ে ইরানে মৃত ২৭
করেনাভাইরাস প্রথম হানা দেয় চিনে। তার বাইরে সারা বিশ্বে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলির অন্যতম ইরান। কোভিড-১৯ এ অসুস্থ হয়ে দেশের ৩১টি প্রদেশে ২০০-র বেশি মানুষ মরেছে, আক্রান্ত সাত হাজারের ওপর।
তেহরান: করোনাভাইরাসের দাপটে বিপর্যস্ত ইরান। তার মধ্যেই হু হু করে ছড়াচ্ছে ভুয়ো খবর, গুজব। ফেক নিউজ বিশ্বাস করে বিপদ ডেকে আনছে অনেকে। অ্যালকোহল নোভেল করোনাভাইরাস থেকে সেরে উঠতে সাহায্য করে, এমন ভুল খবরে কান দিয়ে বিষমদ খেয়ে মৃত্যু ডেকে আনলেন ২৭জন। তাঁরা মেথানলের বিষক্রিয়ার বলি হয়েছেন। সরকারি ইরানি সংবাদ সংস্থা ইরনার খবর।
করেনাভাইরাস প্রথম হানা দেয় চিনে। তার বাইরে সারা বিশ্বে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলির অন্যতম ইরান। কোভিড-১৯ এ অসুস্থ হয়ে দেশের ৩১টি প্রদেশে ২০০-র বেশি মানুষ মরেছে, আক্রান্ত সাত হাজারের ওপর। পরিস্থিতি সামলাতে জেরবার ইরান সরকার। তার মধ্যেই গুজবের জেরে এত মৃত্যু। ইরনা জানিয়েছে, বাইরে থেকে আনা অ্যালকোহল পান করে দক্ষিণ পশ্চিমের কুজেস্তানে ২০, উত্তরের আলবরজ প্রদেশে সাতজনের মৃত্যু হয়েছে।
কয়েকটি অ-মুসলিম ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ছাড় রয়েছে, এছাড়া গোটা ইরানে অ্যালকোহল পান নিষিদ্ধ। স্থানীয় মিডিয়ায় প্রায়ই মদের বিষক্রিয়ায় মারাত্মক পরিণামের খবর বেরয়।
কুজেস্তানের রাজধানী আহভাজের জুনদিসাপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আলি এহসানপুর জানিয়েছেন, বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ২১৮ জন ভর্তি হয়েছেন হাসপাতালে। করোনাভাইরাস মোকাবিলায় অ্যালকোহল কাজ দেয়, এমন গুজবে বিশ্বাস করেই বিষক্রিয়ায় অসুস্থ হলেন তাঁরা।
আলবরজের সহকারী কৌঁসুলি মহম্মদ আঘায়ারি ইরনাকে বলেছেন, মৃত ব্যক্তিরা অনলাইনে দেখা কনটেন্টে বিভ্রান্ত হয়ে ভেবেছিলেন, করোনাভাইরাস ঠেকাচ্ছেন, সেরে উঠবেন, তাই মেথানল খেয়ে নিয়েছিলেন।
প্রচুর পরিমাণে মেথানল পেটে গেলে অন্ধত্ব আসে, লিভারের ক্ষতি হয়, মৃত্যুও ঘটে যায়।
হু ইতিমধ্যেই জানিয়েছে, অ্যালকোহল করোনাভাইরাস ঠেকায় না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement