"ওয়াশিংটনের সঙ্গে 'দ্বন্দ্বহীন', 'বিরোধহীন' সম্পর্কে আগ্রহী", তিন সপ্তাহ পর জো বাইডেনকে অভিনন্দন-বার্তা জিনপিংয়ের
ট্রাম্প জমানায় গত চার বছরে করোনাভাইরাস সহ একাধিক ইস্যুতে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তিক্ত হয়েছে
বেজিং: ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনে জয়ী হয়েছেন জো বাইডেন। তারপর কেটে গিয়েছে তিন সপ্তাহ। এই সময়ে বাইডেনকে একে একে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা। কিন্তু, সেই তালিকায় ছিলেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। অবশেষে তিন সপ্তাহ পর বরফ গলল। ভাবী মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন জিনপিং।
বেজিং ও ওয়াশিংটনের মধ্যে যে সম্পর্কে শীতলতা রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এই দুই সুপার-পাওয়ারের মধ্যে তীব্র একটা ঠান্ডা লড়াই হয়ে চলেছে। দুজনই, সর্বশক্তিমান হওয়ার দাবি করে আসছে। তার ওপর, ট্রাম্প জমানায় গত চার বছরে করোনাভাইরাস সহ একাধিক ইস্যুতে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তিক্ত হয়েছে।
তবে, সব কিছুকে পিছনে রেখে অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালেন জিনপিং। দূরত্ব সরিয়ে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি সহযোগিতার ওপর নজর দেবে বলে বাইডেনকে পাঠানো অভিনন্দন-বার্তায় আশা প্রকাশ করেছেন জিনপিং। চিনা প্রেসিডেন্ট যোগ করেন, ওয়াশিংটনের সঙ্গে 'দ্বন্দ্বহীন', 'বিরোধহীন' এক সুস্থ ও দৃঢ় সম্পর্ক স্থাপনে আগ্রহী বেজিং।