এক্সপ্লোর
বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, কমল সুস্থতা
বিশ্বে মোট আক্রান্ত ৪ কোটি ৫৪ লক্ষ ৭৫ হাজার ৬৩৯। একদিনে সংক্রমিত ৫ লক্ষ ৬৯ হাজার ৭৪।

ওয়াশিংটন: বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কমল দৈনিক সুস্থতা। এখনও পর্যন্ত করোনায় বিশ্বে মৃত্যু হয়েছে ১১ লক্ষ ৮৭ হাজার ১৪ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৭ হাজার ৭৪৭। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ৬ হাজার ৫৮৩। বিশ্বে মোট আক্রান্ত ৪ কোটি ৫৪ লক্ষ ৭৫ হাজার ৬৩৯। একদিনে সংক্রমিত ৫ লক্ষ ৬৯ হাজার ৭৪। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫ লক্ষ ১৯ হাজার ৯৪৪। করোনার প্রকোপ সবথেকে বেশি আমেরিকা ও ব্রাজিলে। আমেরিকায় একদিনে রেকর্ড সংক্রমণ, কমল দৈনিক মৃত্যু। সে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৯ হাজার ৫৮৫ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৫৮ জনের। মোট আক্রান্ত ৯০ লক্ষ ৩৪ হাজার ৯৫৭। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩ হাজার ১৮৭ জন। অন্যদিকে, ব্রাজিলে বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৯৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫১৩।সেদেশে মোট আক্রান্ত ৫৪ লক্ষ ৯৪ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ১০৬।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















