এক্সপ্লোর
Advertisement
ভ্যাকসিন: বায়োএনটেক ও ফাইজারের কাছ থেকে নেওয়া হবে ৩০০ মিলিয়ন ডোজ, চুক্তি ইউরোপিয়ান কমিশনের
The European Commission had already secured three other deals. | এর আগে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে আরও তিনটি চুক্তি করে ইউরোপিয়ান কমিশন।
ব্রাসেলস: বায়োএনটেক ও ফাইজারের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের ৩০০ মিলিয়ন ডোজ পাওয়ার বিষয়ে চুক্তি করছে ইউরোপিয়ান কমিশন। এর আগে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে আরও তিনটি চুক্তি করে ইউরোপিয়ান কমিশন। ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি সদস্য দেশেই যাতে ভ্যাকসিনের প্রায় ১০০ কোটি ডোজ সরবরাহ করা যায়, তার বন্দোবস্ত করা হয়। এবার বায়োএনটেক ও ফাইজারের কাছ থেকেও ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করছে ইউরোপিয়ান কমিশন।
#WHO Director-General @DrTedros has called for "fair allocation" of a #COVID19 vaccine after drugmakers #Pfizer and #BioNTech this week said that their vaccine candidate was found to be more than 90% effective in preventing the disease in interim analysis of data.#Pfizervaccine pic.twitter.com/6NObWrw3tl
— IANS Tweets (@ians_india) November 11, 2020
এই চুক্তির বিষয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত যত ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে, তার মধ্যে সবচেয়ে আশাজনক হল বায়োএনটেক ও ফাইজারের তৈরি ভ্যাকসিন। এই ভ্যাকসিন তৈরি হয়ে গেলেই যত দ্রুত সম্ভব ইউরোপের সর্বত্র সরবরাহ করার পরিকল্পনা করছি আমরা। সেই কারণেই এই চুক্তি করা হচ্ছে।’
অন্যদিকে, আজই দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, ‘ফাইজার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের যে পরীক্ষা চালাচ্ছে, তা বেশ উৎসাহব্যঞ্জক। কিন্তু এই ভ্যাকসিন সংরক্ষণ করা অত্যন্ত কঠিন। ভ্যাকসিন রাখতে হবে মাইনাস ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যে দেশগুলির আয় কম বা মাঝারি, তাদের পক্ষে এই তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। ভারতের ছোট শহর, গ্রামীণ অঞ্চলগুলিতে এত কম তাপমাত্রায় ভ্যাকসিন রাখা মোটেই সহজ হবে না।’
ফাইজারের ভ্যাকসিনের বিষয়ে গুলেরিয়া আরও বলেছেন, ‘ফাইজারের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা বিশেষজ্ঞরা খতিয়ে দেখেননি। তবে এই তথ্য অত্যন্ত আশাপ্রদ। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৪০ হাজারেরও বেশি রোগীর শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। প্রায় ৯০ শতাংশ ব্যক্তির শরীরে ভ্যাকসিনের সফল প্রয়োগের প্রমাণ পাওয়া গিয়েছে। এই তথ্য ভালভাবে যাচাই করতে হবে। তবে এই তথ্য শুধু ফাইজারের তৈরি ভ্যাকসিনের ক্ষেত্রেই নয়, বিভিন্ন সংস্থার তৈরি অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রেও আশাজনক। যে ভ্যাকসিনই তৈরি হোক না কেন, তা যেন করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষা দিতে পারে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement