এক্সপ্লোর
Myanmar Citizens Boycott: বয়কট করুন সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত পণ্য-পরিষেবা, মায়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ডাক আমজনতার
গত নভেম্বরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সেনা ও সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে সংঘাত চলার পর সামরিক উর্দিধারী বাহিনী ক্ষমতা দখল করে। ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী দেশের প্রেসিডেন্ট ইউ উইন সমিন্ট, স্টেট কাউন্সেলগত নভেম্বরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সেনা ও সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে সংঘাত চলার পর সামরিক উর্দিধারী বাহিনী ক্ষমতা দখল করে।
![Myanmar Citizens Boycott: বয়কট করুন সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত পণ্য-পরিষেবা, মায়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ডাক আমজনতার Myanmar citizens calling for boycott of millitary linked product and services Myanmar Citizens Boycott: বয়কট করুন সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত পণ্য-পরিষেবা, মায়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ডাক আমজনতার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/02/03211854/myanmar.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইয়াঙ্গন: মায়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সেদেশের মানুষ। গণতন্ত্রের সমর্থনে সরব হচ্ছেন তাঁরা। সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে তাঁরা ‘স্টপ বায়িং জুন্টা বিজনেস’ কর্মসূচি নিয়েছেন অর্থাত্ সামরিক শাসকদের ব্যবসাজাত পণ্য কেনা বন্ধ করার আহ্বান জানিয়ে প্রচার চালাচ্ছেন।
সম্প্রতি মায়ানমারে নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উত্খাত করে ক্ষমতা দখল করে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। মায়ানমার টাইমস-এর খবর, এর প্রতিবাদে সাধারণ জনগণ সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত পণ্য ও পরিষেবা বয়কটের ডাক দিয়েছেন। সামরিক বাহিনী মায়ানমারে তাতমাদও বলেও পরিচিত। তাদের সঙ্গে খাদ্যদ্রব্য ও মদ-পানীয় জাতীয় সামগ্রী, বিনোদন ইন্ডাস্ট্রি, ইন্টারনেট পরিষেবা দেওয়া কোম্পানি, ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, তেল কোম্পানি, পাইকারি ও খুচরো ব্যবসা করা সংস্থার সম্পর্ক আছে। সেগুলিই বয়কটের ডাক উঠেছে।
এদিকে বেশ কয়েকজন সেলেব্রিটি ঘোষণা করেছেন, তাঁরা সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগ থাকা সংস্থাকে অনুমোদন বা তাদের হয়ে কাজ করবেন না।
গত নভেম্বরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সেনা ও সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে সংঘাত চলার পর সামরিক উর্দিধারী বাহিনী ক্ষমতা দখল করে। ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী দেশের প্রেসিডেন্ট ইউ উইন সমিন্ট, স্টেট কাউন্সেলগত নভেম্বরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সেনা ও সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে সংঘাত চলার পর সামরিক উর্দিধারী বাহিনী ক্ষমতা দখল করে। ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী দেশের প্রেসিডেন্ট ইউ উইন সমিন্ট, স্টেট র দও আং সান সু কি-কে আটক করে। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে বিরুদ্ধে ওঠা ভোট জালিয়াতির অভিযোগের মুখে শাসক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষস্তরের নেতাদেরও আটক করা হয়। পার্লামেন্টের অধিবেশন বসার আগে ভোরবেলা আচমকা অভ্যুত্থান হয় সেদেশে। এক বছরের জরুরি অবস্থার ঘোষণা হয়। পাশাপাশি সরকারি শাসন ক্ষমতা তুলে দেওয়া হয় প্রতিরক্ষা পরিষেবা সংক্রান্ত কম্যান্ডার-ইন-চিফ সেন-জেন মিন আউং হেলেইংয়ের হাতে। তিনি দেশের সেনাপ্রধান। তিনি ক্ষমতা দখল করেই দাবি করেন, অভ্যুত্থান অনিবার্যই ছিল। সরকার নির্বাচনী জালিয়াতির অভিযোগের যুক্তিসঙ্গত জবাব দিতে পারেনি। সামরিক বাহিনীর ক্ষমতা দখল আইন মেনেই হয়েছে। এদিকে ওয়াশিংটন সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরকে অভ্যুত্থান বলে জানিয়ে তার তীব্র নিন্দা করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)