WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
ABP Ananda Live: 'মানুষ মরছে, মরতে দাও, তাতে আপনাদের কী!' 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়'। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র-সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের । 'আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন'। 'কলকাতার বাইরে যান, দেখুন কী অবস্থা, মানুষ মারা যাচ্ছে'। 'মানুষকে কেন করমণ্ডল এক্সপ্রেস ধরতে হয়?' প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় মন্তব্য প্রধান বিচারপতির।
বাংলায় রামমন্দিরকে মাথায় রেখে রথযাত্রা। ৩০ মার্চ থেকে বাংলায় রথযাত্রা কর্মসূচি। মুর্শিদাবাদের রামমন্দিরকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন। বঙ্গীয় রাম সেবক পরিষদের তরফে এই কর্মসূচির ঘোষণা। প্রায় ১ মাস ধরে রথযাত্রা, শুরু। ঝাড়গ্রামে, শেষ কোচবিহারে রথযাত্রার পাশাপাশি হবে কর সেবাও। বাড়ি বাড়ি সংগ্রহ করা হবে ইট, বালি, অর্থ। ৩০ মার্চ থেকে বাংলায় শ্রী রামরাজ্যে সংকল্প বিজয় যাত্রা।


















