এক্সপ্লোর
আফগানিস্তান থেকে সরানো হবে বিদেশি বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর তালিবানের
তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আফগানিস্তানে আর হামলা চালাবে না।
![আফগানিস্তান থেকে সরানো হবে বিদেশি বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর তালিবানের Taliban of Afghanistan, USA sign peace deal আফগানিস্তান থেকে সরানো হবে বিদেশি বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর তালিবানের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/01022914/US-Taliban-deal.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে এএনআই
দোহা: ভারত, পাকিস্তান, কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও তাজিকিস্তানের প্রতিনিধিদের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল তালিবান। আজ কাতারের রাজধানী দোহায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আফগানিস্তানে আর হামলা চালাবে না। পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়া হবে।
তালিবানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই চুক্তির ফলে আফগানিস্তানে যুদ্ধ শেষ হবে। আফগানিস্তান থেকে সব বিদেশি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার চুক্তি স্বাক্ষরিত হওয়া নিঃসন্দেহে বড় কৃতিত্ব।’
মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও জানিয়েছেন, ‘আমি জানি, জয় ঘোষণার প্ররোচনা থাকতে পারে। তবে আফগানিস্তানের মানুষ যেদিন শান্তি ও সমৃদ্ধিতে জীবনযাপন করতে পারবেন, সেদিনই তাঁদের জয় হবে।’
আজ এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কিছুক্ষণ আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটোবাহিনী প্রত্যাহার করা হবে। পাশাপাশি, তালিবানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হবে আফগান সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)