ঘন্টাখানেক সঙ্গে সুমন(পর্ব ১, ১৭.২.২৫) নয়াদিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত ১৮, স্বীকার করতে কেন গড়িমসি?
Ghantakhanek Sange Suma: মহাকুম্ভে যাওয়ার জন্য় গালভরা প্রচার। আর সেই পুণ্য়লাভ করতে যাওয়ার পথেই স্টেশনে পদপিষ্ট হয়ে আঠারোজনের মৃত্য়ু! নয়াদিল্লি স্টেশনের এই ঘটনার জন্য় রেলের দিকেই উঠছে আঙুল। প্রশ্ন উঠছে, কুম্ভ উপলক্ষ্য়ে স্টেশনে-স্টেশনে জনস্রোত যে আছড়ে পড়বে, তা তো নিশ্চিতই ছিল, তাহলে কেন ভিড় নিয়ন্ত্রণে ব্য়র্থ হল রেল? অনেকেই বলছেন, কদিন আগে কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনা দেখেও কি শিক্ষা নেয়নি তারা? নয়াদিল্লি স্টেশন RPF-এ ছয়লাপ, মোতায়েন রয়েছে CRPF... ভিড় নিয়ন্ত্রণের জন্য় তৈরি করা হয়েছে ব্য়ারিকেড। এমনকী, অতিরিক্ত ভিড় আটকাতে নির্দিষ্ট সময়ে, প্ল্য়াটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, এসমস্ত কিছুই হয়েছে, ১৮টা প্রাণ বেঘোড়ে চলে যাওয়ার পর। এখানেই অনেকের বক্তব্য়, এগুলো যদি আগে হত, তাহলে তো পদপিষ্ট হওয়ার ঘটনা এড়ানো যেত। ABP Ananda Live






























