এক্সপ্লোর
Advertisement
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল নির্ণয় করা এখনই সম্ভব নয়, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ট্রাম্প জানিয়েছেন, উহানের ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে কি না, সেটা তাঁরা খতিয়ে দেখছেন।
বেজিং: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেকেই করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে চিনের উহান শহরের ল্যাবকে চিহ্নিত করলেও, সেটা মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অধিকর্তা তাকেশি কাসাই বলেছেন, ‘এখনও পর্যন্ত করোনা ভাইরাসের উৎপত্তির বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা যাবে না। যা প্রমাণ পাওয়া গিয়েছে তাতে মনে হচ্ছে কোনও প্রাণীর শরীর থেকেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।’
ট্রাম্প জানিয়েছেন, উহানের ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে কি না, সেটা তাঁরা খতিয়ে দেখছেন। ফ্রান্সের নোবেলজয়ী বিজ্ঞানী লুক মন্টানিয়েরও বলেছেন, ‘উহানের ল্যাবরেটরিতে চলতি শতকের গোড়ার দিক থেকেই করোনা ভাইরাস নিয়ে গবেষণা চলছে। ওখানে যাঁরা কাজ করছেন, তাঁরা এই ভাইরাসের বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। করোনা ভাইরাসের কোষের মধ্যে এইচআইভি-র কিছু অংশের উপস্থিতি পাওয়া গিয়েছে। ম্যালেরিয়ার জীবাণু থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।’ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দাবি মানতে নারাজ।
অন্যদিকে, আজ লকডাউনের বিষয়ে কাসাই বলেছেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন দেশে যে লকডাউন জারি করা হয়েছে, তা ধীরে ধীরে তুলে নেওয়া উচিত। খুব তাড়াতাড়ি লকডাউন তুলে নিলে সংক্রমণ ফের ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, আমাদের এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। লকডাউনই এখন আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। যথাযথভাবে লকডাউন কার্যকর করতে হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement