এক্সপ্লোর
Advertisement
বিমান থেকে ৯৮৪ ফুট নিচে পড়েও অক্ষত আইফোন!
পরিচালক এবং এক পরিবেশবিদ ক্যাবো ফ্রিও-র উপর দিয়ে বিমানে করে যাচ্ছিলেন। ছবি তুলতে গিয়ে বিমানের জানলা দিয়ে পড়ে যায় আইফোন ৬এস। জানা গিয়েছে, প্রবল হাওয়ার জেরে পড়ে যায় ফোন।
রিও দ্য জেনেরিও: দুঃস্বপ্ন কাকে বলে! শুধু কি খারাপ কোনও স্বপ্নকেই দুঃস্বপ্ন বলি আমরা? না, কখনও কখনও দুঃস্বপ্নের আঁধার নেমে আসতে পারে জেগে থাকাকালীন। এমনই এক সাক্ষী থাকলেন ব্রাজিলের ডকুমেন্টারি নির্মাতা এর্নেস্টো গ্যালিটো। বিমান থেকে পড়ে যায় তাঁর আইফোন। কিন্তু সেই দুঃস্বপ্নের চিত্র পাল্টে যেতেই পারে। বিমান থেকে পড়ে ফোন পড়ে গেলেও ভাঙেনি তাঁর আইফোন।
পরিচালক এবং এক পরিবেশবিদ ক্যাবো ফ্রিও-র উপর দিয়ে বিমানে করে যাচ্ছিলেন। ছবি তুলতে গিয়ে বিমানের জানলা দিয়ে পড়ে যায় আইফোন ৬এস। জানা গিয়েছে, প্রবল হাওয়ার জেরে পড়ে যায় ফোন। স্বাভাবিকভাবেই গ্যালিটো ভেবেছিলেন, ওই ফোন তিনি আর পাবেন না। একটি ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে, গ্যালিটোর হাত থেকে ফোন পড়ে গেল। অন্য একটি ফোন দিয়ে ওই ভিডিও তোলা হয়। জিপিএস মাধ্যমে তিনি দেখেন, বিচের আশেপাশে ফোন রয়েছে। সঙ্গে সঙ্গে বিচে যান তিনি। অক্ষত অবস্থায় ফোন পেয়েও যান তিনি। ৯৮৪ ফুট উচ্চতা থেকেও পড়েও অক্ষত ছিল ওই ফোন। সামান্য ক্ষতি হয় স্ক্রিন প্রোটেক্টর এবং কভারের। কীভাবে ফোন পড়ল তাও রেকর্ড করেছে।
এর্নেস্টো গ্যালিটো এক সাক্ষাৎকারে বলেন, ১৫ সেকেন্ডে মাটিতে পড়ে যায়। প্রায় দেড় ঘন্টা বিচের কাছে পড়ে ছিল। আমার ধারনা সূর্যের তাপে চার্জ হয়েছে। কারণ, যখন আমরা ফোনটা পাই তখন ১৬ শতাংশ চার্জ ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement