এক্সপ্লোর
Advertisement
জেতার পর সেলিব্রেশনে মাতা নয়, কোহলি চলে যান জিমে, জানালেন শন পোলক
ধোনি যে পর্যায়ে ভারতীয় দলকে নিয়ে যান, সেখান থেকে আরও এক দফা উন্নীত করেছেন কোহলি, পোলক বলেছেন।
কলকাতা: এমএস ধোনি ভারতীয় দলে প্রাণশক্তি এনেছিলেন। কিন্তু বিরাট কোহলি সেই প্রাণশক্তিকে আর এক পর্যায়ে নিয়ে গিয়েছেন। বললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক শন পোলক।
যে কোনও খেলায় ফিটনেসের দিক থেকে বিরাট কোহলির বিকল্প নেই। গোটা বিশ্বের অন্যতম সেরা ফিট এই ক্রীড়াবিদ যেভাবে নিজের স্বাস্থ্য় ও পিটনেসের দিকে নজর দেন, তা গোটা বিশ্ব জুড়ে আধুনিক খেলোয়াড়দের আদর্শ। শন পোলক এক সাক্ষাৎকারে বলেছেন, ধোনি যখন অধিনায়কত্ব নেন, তিনি দলে প্রাণশক্তি এনেছিলেন। খুব ঠাণ্ডা মাথায় শীতলভাবে অধিনায়কত্ব করতেন। যেভাবে তিনি ক্রিজে যেতেন, দুদিকের উইকেটের মধ্যে দৌড়তেন, যেভাবে বাহিনীর নেতৃত্ব দিতেন, সে সব কিছু ছিল অসাধারণ। তাঁর কথায়, কোহলি সেই পথেই ছুটে চলেছেন। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের একটি ম্যাচের কথা উল্লেখ করে তিনি বলেছেন, খেলা দ্রুত শেষ হয়ে গেলে সকলে হোটেলে ফিরে যেত। তখন জিমে গিয়ে তিনি দেখতে পেতেন কোহলিকে, ম্যাচের শেষে সেখানে ঘাম ঝরাচ্ছেন। খেলা জেতার পর সেলিব্রেশন নয়, তিনি চলে যেতেন জিমে।
ধোনি যে পর্যায়ে ভারতীয় দলকে নিয়ে যান, সেখান থেকে আরও এক দফা উন্নীত করেছেন কোহলি, পোলক বলেছেন।
রবিবার অবশ্য বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসকে হারাতে পারেনি। ২০ ওভারে মোটে ১৪৫ রান করে তারা, সিএসকে ১৮.৪ ওভারে জয়ের রান তুলে নেয়। বিরাট ৪৩ বলে অর্ধশতরান করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement