Iran-Isreal News: ইরান-ইজরায়েলের আকাশে মিসাইলের ঝড়! শিশুদের হাসপাতালে আক্রমণ, রক্তাক্ত মধ্যপ্রাচ্য, বাড়ছে মৃত্যুমিছিল
Israel-Iran Conflict: বেশিরভাগ ক্ষেত্রে আয়রন ডোম আটকাতে সক্ষম হলেও, একাধিক মিসাইল আছড়ে পড়ল তেল আভিভের আশেপাশে।

নয়া দিল্লি: ক্রমশ ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগোচ্ছে সংঘাত। ইরানের সঙ্গে ইজরায়েলের যে সংঘাত গত শুক্রবার শুরু হয়েছিল, শনিবার রাত ও রবিবার ভোররাতে তার মাত্রা ক্রমশ বাড়ল। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, সামরিক ঘাঁটির পর এবার ইরানের তৈল শোধনাগার, প্রাকৃতিক গ্যাস কেন্দ্রকে নিশানা করল ইজরায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আর দুই দেশের এই লড়াইয়ে প্রাণ যাচ্ছে সেই সাধারণ মানুষের।
বেশিরভাগ ক্ষেত্রে আয়রন ডোম আটকাতে সক্ষম হলেও, একাধিক মিসাইল আছড়ে পড়ল তেল আভিভের আশেপাশে। শোনা গেল একের পর এক বিস্ফোরণের শব্দ। জেরুজালেমেও একই ছবি। ইরানের আকাশেও দেখা গেল ইজরায়েলের মিসাইল, ড্রোন। দাউ দাউ করে জ্বলছে ইরানের প্রাকৃতিক গ্যাসের প্ল্যান্ট।
এরই মধ্যে ইরানের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে ইজরায়েলের মিসাইল হামলায় বহু শিশুর মৃত্যু হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, তেহরানের হাকিম শিশু হাসপাতালকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিকিৎসা কেন্দ্রের চারপাশে হামলা চালানো হয়েছে।
রাতভর একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় কেঁপে উঠল ইজরায়েলের রাজধানী তেল আভিভ। এছাড়া রিশন লেজিয়ন ও রামাত গান এলাকাতেও হামলা চালায় তেহরান। বিস্ফোরণের শব্দ শোনা যায় জেরুজালেমেও। ক্ষেপণাস্ত্র হামলার পরই আইআরজিসি জানিয়ে দেয়, তারা ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ শুরু করেছে। যতদিন প্রয়োজন হবে, এই অভিযান চলবে। রাতে পাল্টা হামলা শুরু করে ইজরায়েলও। জানা গিয়েছে, ইরানের দক্ষিণ পারসে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের আঘাত হানে ইজরায়েলি মাইক্রো ড্রোন।
ইজরায়েলের দাবি, শুক্রবার রাতভর তারাও ইরানে আক্রমণ চালিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৬০ জন ইরানি নাগরিকের মৃত্যুর খবর মিলেছে, যার মধ্যে ২০ জন শিশু। এছাড়া ৯ জন পরমাণু বিজ্ঞানীরও মৃত্যু হয়েছে। প্রাণ গিয়েছে ইরানের আরও দুই শীর্ষ সেনাকর্তার। যদিও সংঘাত বন্ধের কোনও ইঙ্গিত দেয়নি দু’পক্ষই। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ জানিয়েছেন, খামেনেই যদি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করেন, তাহলে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। চুপ করে থাকেনি তেহরানও। তারা জানিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকে সাহায্য বন্ধ না করলে এবার পশ্চিম এশিয়ায় অবস্থিত ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্সের সেনা ঘাঁটিতে হামলা হবে।






















