Donald Trump: 'হয় ওখানে শান্তি থাকবে, নাহলে ইরানের জন্য দুঃখ রয়েছে', হুঁশিয়ারি ট্রাম্পের
Iran Israel Conflict: ট্রাম্প বলেছেন, 'হয় শান্তি ফেরাও, নয়তো পরিণাম দুঃখজনক হবে।' ট্রাম্প এও বলেছেন, এখন শান্তির সময়। ইরানকে যুদ্ধ বন্ধ করতে হবে।

Donald Trump: ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা করেছে আমেরিকা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ওই তিন পারমাণবিক কেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় এই হামলার কথা জানিয়েছেন। ট্রাম্প এও বলেছেন, এখন শান্তির সময়। ইরানকে যুদ্ধ বন্ধ করতে হবে। তবে এখানেই শেষ নয়। ইরানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট এও বলেছেন, হয় শান্তি বজায় রাখতে হবে, নাহলে পরিণতি হবে দুঃখজনক। হামলা হবে আগের থেকেও অনেক বেশি। গত কয়েকদিনে যা দেখা গিয়েছে তার থেকে অনেক বড় মাপের হামলা হতে পারে। অনেক নিশানায় এখনও হামলা করা হয়নি। যদি শান্তি না ফেরে তাহলে এইসব নিশানাতেও হামলা করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। আর সেই হামলা যে আগের থেকে আরও বড় হতে চলেছে সেই আভাসও দিয়েছেন তিনি।
#WATCH | US strikes Iran's three nuclear facilities
— ANI (@ANI) June 22, 2025
President Donald Trump says, "This cannot continue. There will be either peace or there will be tragedy for Iran, far greater than we have witnessed over the last eight days. Remember, there are many targets left. Tonight's… pic.twitter.com/koWkXYjXBA
মার্কিন প্রেসিডেন্টের কথায়, 'এটা চলতে পারে না। হয় শান্তি থাকবে নয়তো ইরানের জন্য দুঃখ রয়েছে, গত ৮ দিন ধরে যা দেখা গিয়েছে তার থেকে অনেক বেশি। মনে রাখবেন, এখনও অনেক টার্গেটে হামলা হওয়া বাকি রয়েছে। আজকের রাত সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক ছিল। যদি দ্রুত শান্তি ফিরে না আসে, বাকি নিশানাগুলিতে দক্ষতা এবং দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে হামলা চালানো হবে। ওইসব নিশানার মধ্যে বেশিরভাগই কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেওয়া সম্ভব।'
#WATCH | Amid Iran-Israel conflict, the US strikes Iran's three nuclear facilities | President Trump says, "Iran, bully of the Middle East, must now make peace. If they do not, future attacks would be far greater and easier. For 40 years, Iran has been saying death to Israel,… pic.twitter.com/4udbZqXbW0
— ANI (@ANI) June 22, 2025
ট্রাম্প আরও বলেছেন, 'ইরানের এবার শান্তি ফেরানো উচিত। যদি তা না হয় তাহলে ভবিষ্যতে আঘাত আরও জোরদার হবে। ৪০ বছর ধরে ইরান ইজরায়েলে মৃত্যু ঘটাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু ঘটাচ্ছে। ওরা আমাদের লোকেদের মারছে। রাস্তার পাশে বোমা মেরে হাত-পা উড়িয়ে দিচ্ছে। ওদের জেনারেল কাসেম সোলেমানি কতজনকে মেরেছে। আমি অনেক আগেই ভেবেছিলাম, এটা আমি হতে দেব না। এটা চলবে না।' প্রসঙ্গত উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, আমেরিকা ২ সপ্তাহ সময় নেবে এটা ভাবার জন্য যে ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে হস্তক্ষেপ করবে কিনা। হুঁশিয়ারির পর এবার সরাসরিই ইরান, ইজরায়েলের যুদ্ধে জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা। বি-২ স্টিলথ বোমারু বিমান নিয়ে হামলা চালানো হয়েছে। ইরানের ফোরদো- র পারমাণবিক কেন্দ্রে, ফুল পে লোড ড্রপ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।






















