Iran-Israel Conflict: মার্কিন হামলার পরের দিনই পাল্টা, ইজরায়েল লক্ষ্য করে একঝাঁক ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান ! বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ-সাইরেন
Ballistic Missiles : ইজরায়েলি সেনাবাহিনী ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

তেহরান : আমেরিকার হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে মার্কিন হামলার একদিন পর সোমবার ইজরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। সংবাদ সংস্থা AFP সূত্রের খবর, জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উত্তর ইজরায়েল জুড়ে সাইরেন বাজছে। দক্ষিণে, আশদোদে ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়ে ইজরায়েলি চিকিৎসকরা ব্যবস্থা নিয়েছেন। ইজরায়েলি সেনাবাহিনী ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। টাইমস অফ ইজরায়েল-এর তথ্য অনুসারে, প্রায় ১৫টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। যার কয়েকটি সরাসরি আঘাত করেছে ইজরায়েলি ভূখণ্ডে।
ইরান থেকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশজুড়ে সাইরেন বেজে উঠলে সোমবার ইজরায়েলি সেনাবাহিনী সাধারণ নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে এবং সুরক্ষিত স্থানে থাকার নির্দেশ দেয়। এক বিবৃতিতে IDF বলেছে, "কিছুক্ষণ আগে, ইরান থেকে ইজরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর ইজরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।" ইরান জানিয়েছে যে, ইজরায়েলের উপর তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা তেল আভিভ এবং হাইফাকে লক্ষ্য করে "True Promise 3" নামে অভিহিত সামরিক অভিযানকে একটি নতুন পর্যায়ে পৌঁছে দিয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে যে, এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সংমিশ্রণ রয়েছে।
'বেপরোয়া উস্কানির জন্য কঠোর শাস্তির মুখে পড়তে হবে।' ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার প্রতিক্রিয়ায় এক্স হ্যান্ডেলে ইরানের সর্বোচ্চ নেতা লেখেন, "শাস্তি জারি রয়েছে। ইহুদি শত্রুরা বড় ভুল করে ফেলেছে, বড় অপরাধ করেছে। ওদের শাস্তি দেওয়া হবে এবং শাস্তি দেওয়াও হচ্ছে। এই মুহূর্তেও শাস্তি দেওয়া হচ্ছে।" ইরান-ইজরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা। ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা। আর এর পরেই প্রশ্ন উঠে যায়, যুদ্ধের দশম দিনে আমেরিকার হস্তক্ষেপের পর এবার কোন দিকে মোড় নেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। এবার কি ইরান-ইজরায়েলের সংঘাতকে সামনে রেখে আড়াআড়ি ভাগ হয়ে যাবে বিশ্বের শক্তিশালী দেশগুলো ? কী ভূমিকা নেবে ইরানের বন্ধু বলে পরিচিত রাশিয়া ও চিন ?
এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।






















