Iran-Israel Conflict: 'চরম বিপজ্জনক', ইরান-ইজরায়েল দ্বন্দ্বে 'সামরিক মধ্যস্থতা' নিয়ে আমেরিকাকে সতর্ক করল রাশিয়া
Iran-Israel News: একদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি ইরানে হামলা চালাতে ইজরায়েলকে সাহায্য করার কথা চিন্তাভাবনা করছেন।

নয়াদিল্লি : 'সামরিক মধ্যস্থতা' নয়। ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে আমেরিকাকে সতর্ক করে দিল রাশিয়া। সংবাদ সংস্থা AFP সূত্রের খবর। রাশিয়ার বিদেশমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেছেন, "এই পরিস্থিতিতে আমরা সামরিক মধ্যস্থতা নিয়ে নির্দিষ্টভাবে আমেরিকাকে সতর্ক করতে চাইব, যেটা মারাত্মক বিপজ্জনক পদক্ষেপ হতে পারে, যার পরিণতি অপ্রত্যাশিতভাবে নেতিবাচক হতে পারে।"
রাশিয়ার পারমাণবিক শক্তি কর্পোরেশনের প্রধান বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন যে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইজরায়েলি হামলা "চেরনোবিল-ধাঁচের বিপর্যয়" ডেকে আনতে পারে। অন্যদিকে, ইজরায়েলের এক সামরিক মুখপাত্র বলেছেন যে, ইজরায়েল ওই স্থানে হামলা চালিয়েছে, কিন্তু একজন ইজরায়েলি সামরিক কর্মকর্তা পরে এই বিবৃতিকে "ভুল" বলে অভিহিত করেছেন এবং পাশাপাশি বলেছেন যে, বুশেহর স্থানে হামলা হয়েছে কি না তা নিশ্চিত করে বা অস্বীকার করে বলতে পারব না।
রয়টার্সের খবর অনুযায়ী, বুশেহর ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এটি তৈরি করেছে রাশিয়া। প্রসঙ্গত, একদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি ইরানে হামলা চালাতে ইজরায়েলকে সাহায্য করার কথা চিন্তাভাবনা করছেন। তাঁর কথায়, "আমি করতে পারি, আমি নাও করতে পারি।"
আত্মসমর্পণ করবে না ইরান, ইজরায়েলকে চরম পরিণতির হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন আয়াতোল্লা আলি খামেনেই। আমেরিকা চাইলে তাঁকে গোপন ডেরা থেকে বের করে এনে হত্যা করতে পারে বলে হুমকি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, ইরান কোনও মতেই আত্মসমর্পণ তো করবে না। উল্টে ট্রাম্পের বিরুদ্ধে নাক গলানোর অভিযোগ তুলে খামেনেই বলেছেন, আমেরিকার জানা উচিত যে কোনও রকম সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। অন্যদিকে, ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানে হামলা চালানো নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, হামলা করতেও পারি, নাও পারি। আমি কী করব, কেউ জানে না।
এই পরিস্থিতিতে বুধবারই রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইজরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করে বলেছেন, "আমরা ওয়াশিংটনকে এই ধরনের জল্পনামূলক, কাল্পনিক বিকল্পের বিরুদ্ধে সতর্ক করছি। এটি এমন একটি পদক্ষেপ হবে যা পুরো পরিস্থিতিকে আমূল অস্থিতিশীল করে তুলবে।"
এদিকে, জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক পরিকাঠামোয় ইজরায়েলি হামলার অর্থ বিশ্ব বিপর্যয় থেকে "মিলিমিটার" দূরে।






















