Iran War Israel: ইজরায়েলকে 'চরম হুঁশিয়ারি' ইরানের, সর্বোচ্চ পর্যায়ে প্রতিশোধের হুঙ্কার
Israel vs Iran: গত শনিবার ইজরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল হামলার পর, ইজরায়েলি প্রত্যাঘাতের আশঙ্কায় প্রমাদ গুনছিল তেহরান।
নয়া দিল্লি: ক্রমশ কঠিন হচ্ছে ইরান (Iran)-ইজরায়েল (Israel) যুদ্ধ পরিস্থিতি। ইজরায়েলের ড্রোন অ্যাটাকের পর এবার ইরানের বিদেশমন্ত্রী সাফ জানিয়েছেন ইরানের উপর এরপর কোনও হামলা হলে সর্বোচ্চ স্তরে প্রতিশোধ নেওয়া হবে। গত পয়লা এপ্রিল সিরিয়াতে অবস্থিত ইরানের দূতাবাসের সামনে ইজরায়েল হামলা চালায় বলে সন্দেহ তেহরানের। এর জবাব দিতেই সম্প্রতি ইজরায়েলে উপর একাধিক ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায় ইরান।
গত শনিবার ইজরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল হামলার পর, ইজরায়েলি প্রত্যাঘাতের আশঙ্কায় প্রমাদ গুনছিল তেহরান। গত ৭ অক্টোবর হামাস জঙ্গি গোষ্ঠী ইজরায়েলে আকাশপথে বোমাবর্ষণ করে ৷ তার প্রত্যাঘাতে একসপ্তাহের মধ্যে প্রথমে আকাশপথে ও পরে স্থলভাগে গাজাতে হামলা চালায় ইজরায়েল৷
দুই দেশের মধ্যে বহু বছরের শত্রুতা থাকলেও এই প্রথমবারের মতো ইসলামিক রিপাবলিক ইরান ইসরায়েলের মাটিতে আঘাত হেনেছে।
এক এক্স পোস্টে ইরানিয়ান স্পেস অ্যাজেন্সির এক আধিকারিকের দাবি, ইসরায়েল কয়েকটি কোয়াডকপ্টার (ড্রোন) ওড়ানোর ব্যর্থ এবং হাস্যকর চেষ্টা চালিয়েছে। ভূপাতিত করা হয়েছে কোয়াডকপ্টারগুলোকে। ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণের পর থেকেই দেশটির পাল্টা জবাবের হুঁশিয়ারিতে সর্বোচ্চ সতর্কতায় ছিল ইরান।
আরও পড়ুন, নতুন করে যুদ্ধের আশঙ্কা, ইরানে পালটা মিসাইল ছুঁড়ল ইজরায়েল
ইরানের আক্রমণের পালটা জবাব দিল ইজরায়েল। ইরানের গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানের কাছে মিসাইল হামলা চালাল তারা। এই সংবাদই জানা গেছে আমেরিকার সংবাদ মাধ্যম এবিসি নিউজ সূত্রে। এপ্রসঙ্গে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ইস্পাফান প্রদেশের সরকারি টেলিভিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইস্পাহান বিমানবন্দরের কাছে ইজরায়েলের মিসাইল হামলার জেরে বিভিন্ন শহরে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানে পাশাপাশি বিস্ফোরণের খবর পাওয়া গেছে সিরিয়া ও ইরাকেও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে