Israel Vs Iran: নতুন করে যুদ্ধের আশঙ্কা, ইরানে পালটা মিসাইল ছুঁড়ল ইজরায়েল
Israel Vs Iran: দীর্ঘ ৬ মাসের বেশি সময় ধরে গাজা স্ট্রিপে ইরানের ভয়াবহ হামলার ফলে এখনও পর্যন্ত আনুমানিক ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। হামলার জেরে প্রবল আতঙ্কও তৈরি হয়েছে এই অঞ্চলজুড়ে।
তেল আভিভ: ইরানের আক্রমণের পালটা জবাব দিল ইজরায়েল। ইরানের গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানের কাছে মিসাইল হামলা চালাল তারা। এই সংবাদই জানা গেছে আমেরিকার সংবাদ মাধ্যম এবিসি নিউজ সূত্রে। এপ্রসঙ্গে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ইস্পাফান প্রদেশের সরকারি টেলিভিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইস্পাহান বিমানবন্দরের কাছে ইজরায়েলের মিসাইল হামলার জেরে বিভিন্ন শহরে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানে পাশাপাশি বিস্ফোরণের খবর পাওয়া গেছে সিরিয়া ও ইরাকেও।
গত পয়লা এপ্রিল সিরিয়াতে অবস্থিত ইরানের দূতাবাসের সামনে ইজরায়েল হামলা চালায় বলে সন্দেহ তেহরানের। এর জবাব দিতেই সম্প্রতি ইজরায়েলে উপর একাধিক ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। প্রসঙ্গত উল্লেখ্য, ইরানের দূতাবাসের সামনে ইজরায়েলের সন্দেহভাজন হামলার ফলে ১৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে ইরানের ইসলামিক রেভ্যুলেশানারি গার্ড কর্পসের দুই জেনারেলও আছেন।
আরও পড়ুন: NASA ON China: চাঁদের সম্পত্তি দখল করতে মহাকাশে সেনা মোতায়েন করেছে চিন! সতর্ক করলেন নাসা প্রধান
দীর্ঘ ৬ মাসের বেশি সময় ধরে গাজা স্ট্রিপে ইরানের ভয়াবহ হামলার ফলে এখনও পর্যন্ত আনুমানিক ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। হামলার জেরে প্রবল আতঙ্কও তৈরি হয়েছে এই অঞ্চলজুড়ে।
অন্যদিকে তার জবাবে ইজরায়েলের হামলা সম্পর্কে বলতে গিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা সংবাদ সংস্থার তরফে জানানো হয় সিরিয়ার সেনা এলাকাগুলিকে লক্ষ্য করে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলার ফলে আড্রা ও আল থালা সেনা বিমানবন্দর ও আড্রা ও দক্ষিণ সিরিয়ার কার্ফা গ্রামের মধ্যে থাকা রাডার বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ইরাকের বাবেল-এর আল ইমাম এলাকাতেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে যুদ্ধ শুরু হয়েছিল ইজরায়েলর-হামাসের মধ্যে। যাতে পরে জড়িয়ে যায় ইরান। তাদের আবার লেবাননের জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহর প্রতি মদত রয়েছে। ক্রমশ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এবার সরাসরি ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।