India-Iran Relations : ট্রাম্পের ক্রমাগত চমকি-ধমকির আবহেই ভারতের বিদেশমন্ত্রীকে ফোন ইরানের
Iran Unrest : ইরানে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের উদ্দেশে নয়াদিল্লি থেকে উপদেশাবলী জারির পরই দুই বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

নয়াদিল্লি : সরকার-বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত চমকি-ধমকি। পাল্টা হামলার কথা বলেছে ইরানও। এই আবহে এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। এদিন সন্ধেতেই ফোন করেন তিনি। ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই বিদেশমন্ত্রীর আলোচনা হয়েছে। বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জয়শঙ্কর। তিনি লিখেছেন, "ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির ফোন এসেছিল। আমরা ইরান এবং তার আশেপাশের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।"
ইরানে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের উদ্দেশে নয়াদিল্লি থেকে উপদেশাবলী জারির পরই দুই বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। ভারত সরকারের তরফে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, "ইরানের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের আবারও পরামর্শ দেওয়া হচ্ছে যে তাঁরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান ভ্রমণ এড়িয়ে চলুন।"
Received a call from Iranian Foreign Minister Seyed Abbas Araghchi. @araghchi
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 14, 2026
We discussed the evolving situation in and around Iran.
নয় নয় করে তিন সপ্তাহ ধরে প্রতিবাদ, বিক্ষোভ চলছে ইরানে। বহু মানুষের প্রাণহানি হয়েছে বলে খবর। আটক করা হয়েছে বহু বিক্ষোভকারীকে। জায়গায় জায়গায় পুলিশ ও নিরাপত্তবাহিনীর সঙ্গে সংঘর্ষ বেঁধেছে। স্লোগান উঠেছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধেও। এমন পরিস্থিতিতে ইরানে হস্তক্ষেপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। পাল্টা আমেরিকার সেনার উপর হামলা করার হুঁশিয়ারি দিয়েছে ইরানও। মার্কিন সেনাবাহিনীকে আশ্রয় দেওয়া প্রতিবেশীদের সতর্ক করে দিয়েছে তেহরান। ওয়াশিংটন যদি আক্রমণ করে, তাহলে মার্কিন সেনাঘাঁটিগুলিতেও পাল্টা আঘাত করা হবে। বুধবার সংবাদ সংস্থার কাছে এমনই মন্তব্য করেছেন ইরানের আধিকারিক।
এমন পরিস্থিতিতে ভারতীয়দের সতর্ক করেছে দিল্লি। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, 'ইরানে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইরান যাওয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে ভারতীয়দের'। ইরানে ভারতীয় দূতাবাসের তরফেও সকলকে সতর্ক করা হয়েছে। ভারতীয় পড়ুয়া, পুণ্যার্থী, ব্যবসায়ী, পর্যটক যত দ্রুত সম্ভব দেশে ফিরে যেতে বলা হয়েছে।
এর আগে, গত ৫ জানুয়ারিও ইরান সফর নিয়ে ভারতীয়দের সতর্ক করেছিল বিদেশমন্ত্রক। খুব প্রয়োজন না থাকলে ইরান যাওয়া উচিত নয় বলে জানানো হয়। ইরানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সতর্কতা অবলম্বন করতে বলে তারা। বিক্ষোভ-আন্দোলন থেকে দূরে থাকতে বলা হয়। এড়িয়ে চলতে বলা হয় অশান্ত এলাকা।






















