এক্সপ্লোর
Advertisement
'প্য়াড ওম্যান', করোনা আবহে ১৭ রাজ্যের ১০ লাখ মহিলাকে প্যাড বিলি করলেন আইআরএস অফিসার
করোনা আবহে মহিলাদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে উদ্যোগী হলেন দিল্লিতে আয়কর দফতরের যুগ্ম কমিশনার অমন প্রীত।
নয়াদিল্লি: অক্ষয় কুমার অভিনীত ছবি ‘প্যাড ম্যান’ একসময় সাড়া ফেলেছিল গোটা দেশে। তামিলনাড়ুর অরুণাচলম মুরুগানান্থামের বায়োপিকে অভিনয় করেছিলেন অক্ষয়। অহেতুক মুখচোরা ভাব ঝেড়ে ফেলে মেয়েদের স্বাস্থ্যের জন্য স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজনীয়তার কথা দেশজুড়ে তুলে ধরে বিশ্ববাসীর কুর্নিশ পেয়েছিলেন তিনি। ক্রমে অনেকেই অনুপ্রাণিত হয়ে এগিয়ে এসেছেন সস্তায় প্যাড বানিয়ে মহিলাদের সাহায্য করতে। এবার করোনা আবহে মহিলাদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে উদ্যোগী হলেন দিল্লিতে আয়কর দফতরের যুগ্ম কমিশনার অমন প্রীত।
অমন প্রীতের বাড়ি পঞ্জাবের লুধিয়ানায়। ২০১০ ব্যাচের এই অফিসারের নজরে আসে যে, লকডাউনের সময়ে প্রায় ৫০ শতাংশ মহিলাই স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারছেন না। তখনই সিদ্ধান্ত নেন এ ব্যাপারে কিছু করবেন। বন্ধুবান্ধব, সহকর্মী, বিভিন্ন স্থানীয় সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়ে তিনি শুরু করেন প্যাড বিলি করা। এখনও পর্যন্ত দেশজুড়ে প্রায় ১২ লাখ স্যানিটারি প্যাড বিলি করেছেন তিনি। করোনার সংকটে এ ভাবে মহিলার হাইজিন রক্ষায় কাজ করার নজির বড় একটা নেই। অমন প্রীত এখন মহিলাদের কাছে কাছের মানুষ।
Amanda Preeti an IRS officer turns into a "pad woman" during lock down to protect women and girls from suffering Hygienic problems.#amanPreeti #IRS #padwomam#Delhi @IrsAman @NCWIndia @sharmarekha pic.twitter.com/rJCGQudO6K
— DSHRD Human Rights (@thedshrd) August 13, 2020
করোনা আবহে মানুষ নানা ভাবে বিপদগ্রস্তের সাহায্যে এগিয়ে এসেছেন। কেউ কমিউনিটি কিচেন খুলেছেন। কেউ ঘরবন্দি মানুষের বাড়ি গিয়ে চাল, ডাল, তেল পৌঁছে দিয়েছেন। এবার অন্যরকম একটা সমস্যা কাটানোর চেষ্টা করলেন দিল্লির আইআরএস অফিসার অমন প্রীত। ১৭টি রাজ্যের প্রায় ১০ লাখ মহিলার কাছে তিনি এখন 'প্যাড উওম্যান'। লকডাউনের সময় মহিলাদের স্যানিটারি প্যাড বিলি করলেন তিনি।
এই সিদ্ধান্ত গ্রহণ প্রসঙ্গে অমন প্রীত বলছেন, 'করোনা আবহের মধ্যে মেনস্ট্রুয়াল হাইজিন রক্ষার দিকে নজর রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটার কারণেই বন্ধু, স্বেচ্ছাসেবকদের সাহায্য নিয়ে এই কাজটায় ঝাঁপিয়ে পড়লাম। মনে হল এটা করতেই হবে।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement