Israel Palestine War: গাজা থেকে নজর ঘোরানোর চেষ্টা? সিরিয়ার ২ বিমানবন্দরে আছড়ে পড়ল রকেট, কাঠগড়ায় ইজরায়েল
Israel vs Syria: বৃহস্পতিবার সিরিয়ার দামাস্কাস এবং আলেপ্পো বিমানবন্দর দু'টিকে লক্ষ্য করে ইজরায়েল রকেট ছুড়েছে বলে অভিযোগ সিরিয়ার।
নয়াদিল্লি: পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরিবর্তে, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ আরও বড় আকার ধারণ করছে (Israel Palestine Conflict)। ইতিমধ্যেই লেবাননের 'এন্ট্রি' ঘটেছে এই যুদ্ধে। সিরিয়া থেকেও আক্রমণ এসেছে বলে দাবি করে ইজরায়েলি সেনা। এবার সিরিয়ার দুই বিমানবন্দরে রকেট ছুড়ল ইজরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর সামনে আসছে। (Israel Palestine War)
বৃহস্পতিবার সিরিয়ার দামাস্কাস এবং আলেপ্পো বিমানবন্দর দু'টিকে লক্ষ্য করে ইজরায়েল রকেট ছুড়েছে বলে অভিযোগ সিরিয়ার। এখনও পর্যন্ত যে খবর মিলেছে, বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়েছে ইজরায়েলি রকেট। এমনিতেই দীর্ঘ দিন ধরে যুদ্ধ করতে করতে বিধ্বস্ত সিরিয়া। ইজরায়েলি আক্রমণের মুখে পড়ে আপাতত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি সক্রিয় করা হয়েছে। বিমানবন্দর দু'টি থেকে বিমানের উড়ান এবং অবতরণ আপাতত বন্ধ রাখা হয়েছে বলে খবর। (Israel vs Syria)
সিরীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ওই বিমানবন্দর দু'টি সরকারই পরিচালনা করে। রকেট আছড়ে পড়ার পর সেটি আপাতত বিমান পরিচালনার উপযুক্ত নেই। সিরিয়ার সংবাদ সংস্থা 'সানা' দেশের সামরিক বাহিনীর এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, গাজায় যে যুদ্ধাপরাধ ঘটিয়ে চলেছে ইজরায়েল, মুখে মুখে তা ছড়িয়ে পড়েছে, তা থেকে নজর ঘোরাতেই সিরিয়ায় রকেট ছুড়েছে ইজরায়েল।
lsraeI did not even spare SYRIA
— زماں (@Delhiite_) October 12, 2023
Damascus International Airport and Aleppo Airport in Western Syria were Targeted Today by the lsreaIi Air Forcepic.twitter.com/5bxUbY8qZU
আরও পড়ুন: Israel Conflict: ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের ফলে বাড়তে পারে তেলের দাম, প্রভাব আমদানি-রফতানিতেও
'সানা'র দাবি, সিরিয়ায় সন্ত্রাসী সংগঠনগুলিকে অস্ত্রশস্ত্র জুগিয় সাহায্য় করে ইজরায়েলই। দেশের উত্তর সীমান্তে লাগাতার তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সিরীয় সেনা। বৃহস্পতিবার যে সময় রকেট আছড়ে পড়ে, সেই সময় ইরানের মাহান বিমান সংস্থার একটি বিমানের অবতরণ হচ্ছিল। রকেট আছড়ে পড়ার পর সেটি অভিমুখ পরিবর্তন করে তেহরান ফিরে গিয়েছে বলেও জানানো হয়েছে।
জেরুসালেম পোস্টের একটি রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার সিরিয়া সীমান্ত থেকে মর্টার ছোড়া হয় ইজরায়েলি সেনাকে লক্ষ্য করে। গোলান হাইটসের খোলা জায়গায় সেগুলি আছড়ে পড়ে। তারই পাল্টা এদিন রকেট ছোড়া হয়। এই পরিস্থিতি উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। কোথায় গিয়ে থামবে এই যুদ্ধ, ভেবে কূল পাচ্ছেন না কূটনীতিকরা।