Operation Ajay: সৌজন্যে 'অপারেশন অজয়', যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে প্রথম ধাপে ফিরলেন ২১২ জন ভারতীয়
Union Minister Rajeev Chandrasekhar : দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিমানবন্দরে তাঁদের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলেন তিনি
![Operation Ajay: সৌজন্যে 'অপারেশন অজয়', যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে প্রথম ধাপে ফিরলেন ২১২ জন ভারতীয় Israel-Gaza War: First flight carrying 212 Indian nationals from Israel, lands at Delhi airport; received by Union Minister Operation Ajay: সৌজন্যে 'অপারেশন অজয়', যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে প্রথম ধাপে ফিরলেন ২১২ জন ভারতীয়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/13/05e9a2fad8db6e1e9d48d0626a4525931697161141843170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরল প্রথম দল। শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হল। দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিমানবন্দরে তাঁদের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলেন তিনি।
#WATCH | First flight carrying 212 Indian nationals from Israel, lands at Delhi airport; received by Union Minister Rajeev Chandrasekhar pic.twitter.com/uB71qIBmJy
— ANI (@ANI) October 13, 2023
'অপারেশন অজয়'-এ যুদ্ধবিধ্বস্ত ভারতীয়দের ইজরায়েল থেকে ফেরানো হয়। বৃহস্পতিবার সন্ধেয় তেল আভিভের বেন গুরিও বিমানবন্দর থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের নিয়ে ছাড়ে বিমান। তাতে ২১১ জন প্রাপ্ত বয়স্ক ও এক শিশু ছিল।
শনিবার থেকে ইজরায়েলে টানা হামলা চালিয়ে যাচ্ছে হামাস। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলও। যার জেরে ইতিমধ্যেই আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ইজরায়েল বসবাসকারী বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। একে তো দেশ থেকে এত দূরে, তার উপর এই পরিস্থিতি। এমন একটা সময়ে ভারতীয়দের দেশের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
'অপারেশন অজয়'-এ ইজরায়েল থেকে এক শিশুকে নিয়ে দেশে ফিরেছেন এক মহিলা। তিনি সেখানকার আতঙ্কজনক পরিস্থিতির কথা সংবাদ সসংস্থা ANI-এর কাছে বর্ণনা করেন। বলেন, "হামলার প্রথম দিনে, আমরা তখন ঘুমিয়েছিলাম। সকাল সাড়ে ৬টার সময় সাইরেন বেজে ওঠে। আমরা শেল্টারের দিকে ছুটে যাই তখন। খুব কঠিন ছিল বিষয়টি, কিন্তু আমরা কোনও রকমে সেখানে পৌঁছাই। এখন আমরা চিন্তামুক্ত। এরজন্য ভারত সরকারকে ধন্যবাদ।"
#WATCH | Delhi: An Indian national who returned from Israel says, "On the first day, we were sleeping and at around 6.30 there was siren...so we ran towards the shelter and it was very hard but we managed. We are feeling relaxed and we thank the Government of India..." pic.twitter.com/2OeDvLwJQ5
— ANI (@ANI) October 13, 2023
যাঁরা প্রথম আসবেন, তাঁরা প্রথমে সুযোগ পাবেন। এর ভিত্তিতে ভারতীয়দের ইজরায়েল থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় সেখানকার ভারতীয় দূতাবাস থেকে। ভারত সরকারই তাঁদের দেশে ফেরানোর খরচ বহন করছে। তার ভিত্তিতে প্রথম দফায় ২১২ জন বিমানে চড়েন। সেকথা x হ্যান্ডেলে পোস্ট করে জানান বিদেশমন্ত্রী এস চন্দ্রশেখর। তিনি লেখেন, 'অপারেশন অজয় চলছে। বিমানে ২১২ জন নাগরিককে দিল্লি আনা হচ্ছে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)