Gaza Hospital Incident: প্যালেস্তাইনই গাজার হাসপাতালে বিস্ফোরণের জন্য দায়ী! হামলার দায় এড়ালো ইজরায়েল
Israel Palestien War: এক্স মাধ্যমে ইজরায়েলের সেনাবাহিনী একটি পোস্ট করেছে। কী বলছে তারা, একনজরে দেখে নেওয়া যাক।
Gaza Hospital Incident: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল গাজার (Gaza) হাসপাতাল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছ। এই প্রসঙ্গে ইজরায়েলের (Israel) দিকেই অভিযোগের আঙুল তলেছিল প্যালেস্তাইন। প্রাথমি ভাবেই নেতানিয়াহুর সরকার এবং ইজরায়েলের সেনাবাহিনী (Israel Defence Forces) জানিয়েছিল যে এই হামলা তাদের তরফে করা হয়নি। এবার ইজরায়েলের সেনাবাহিনী এক্স মাধ্যমে স্পষ্ট জানিয়েছে এই হামলার পিছনে প্যালেস্তাইনের ইসলামিক জিহাদ - এই সন্ত্রাসবাদী সংগঠনের হাত রয়েছে। ইজরায়েলের দাবি, তাদের দেশের দিকেই গাজা থেকে রকেট ছোড়া হয়েছিল। সেটাই গাজার ওই হাসপাতালের মধ্যে বিস্ফোরণ ঘটিয়েছে। ইজরায়েল সেনাবাহিনীর তরফে বলা হয়েছে গাজার এই রকেট হামলা ইজরায়েলের বদলে তাদের নিজেদের দেশের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। এক্স মাধ্যমে ইজরায়েলের সেনাবাহিনী একটি পোস্ট করেছে। কী বলছে তারা, একনজরে দেখে নেওয়া যাক।
Following an analysis by the IDF's operational systems, a barrage of rockets was launched toward Israel, which passed in the vicinity of the hospital, when it was hit.
— Israel Defense Forces (@IDF) October 17, 2023
According to intelligence information from a number of sources we have, Islamic Jihad terrorist organization is… pic.twitter.com/QZsanPaFEc
মধ্য গাজার অল-অহলি আরবি বাপতিস্ত হাসপাতালের (Gaza Hospital Bombed) তীব্র বিস্ফোরণে নিহতের সংখ্যা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কোনও কোনও সূত্রের মতে, মঙ্গলবারের এই ঘটনায় ৫০০ জনের প্রাণ গিয়েছে। হামাস (Israel Hamas War) নিয়ন্ত্রিত গাজার (Israel Gaza Violence) স্বাস্থ্যমন্ত্রকের অভিযোগ, ইজরায়েল নতুন করে বোমাবর্ষণ করার পরই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে হাসপাতালে। হামাসের আরও দাবি, কোনও রকম সতর্কবার্তা ছাড়া হাসপাতালে হামলা চালায় ইজরায়েল। এয়ারস্ট্রাইক করা হয়েছে এমন অভিযোগও তোলা হয়েছিল ইজরায়েলের উপর।
গাজার এই অভিযোগই অস্বীকার করেছে ইজরায়েলের সেনা। তাদের দাবি অনুযায়ী, গাজার তরফে ইজরায়েলকে নিশানা করেই রকেট লঞ্চ করা হয়েছিল। কিন্তু তা 'মিসফায়ার' হওয়্যার ফলে গাজার হাসপাতালেই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ইজরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের জানিয়েছেন, একাধিক গোয়েন্দা সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে ইসলামিক জিহাদ সংগঠনই গাজার হাসপাতালে রকেত হামলার জন্য দায়ী। এর পাশাপাশি এও বলা হয়েছে যে ইজরায়েল আকাশপথে প্যালেস্তাইনে কোনও হামলা চালায়নি। এবং গাজার হাসপাতাল থেকে যে রকেট পাওয়া গিয়েছে তাও ইজরায়েলের সেনাবাহিনীর সম্ভারে নেই।
তবে ইজরায়েল যতই গাজার হাসপাতালে হওয়া হামলার দায় এড়িয়ে যাক, এ বিষয়ে ইজরায়েলের উপর বেজায় চটেছেন রাষ্ট্রসঙ্ঘের ইজরায়েলি দূতরা। তাঁরা জানিয়েছেন, 'যথেষ্ট হয়েছে। এবার গাজা উপত্যকা এবং প্যালেস্তিনিদের উপর ইজরায়েলের এই আচরণ অবিলম্বে বন্ধ করা উচিত। ওদের উদ্দেশ্য ছিল এলাকা খালি করা। জেনেবুঝেই ওরা হাসপাতালকে নিশানা করেছে। এরপর গল্প বানানোর কোনও মানে হয় না।' এখানেই শেষ নয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে 'মিথ্যেবাদী' তকমাও দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের প্যালেস্তিনি দূত। গাজায় হাসপাতালে হামলা সম্পর্কে আর কী কী অভিযোগ আনা হয়েছে ইজরায়েলের বিরুদ্ধে, শুনে নিন।