Pakistan on Iran-Israel Conflict: 'পারমাণবিক বোমা ফেলব, যদি...' ইরানের পাশে দাঁড়িয়ে ইজরায়েলকে হুঁশিয়ারি পাকিস্তানের?
Israel-Iran Attack: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নয়া দিল্লি: আক্রমণ, প্রতি আক্রমণ, টানা চারদিন ধরে ইরান-ইজরায়েলের মধ্যে সংঘর্ষ। ক্রমেই আরও উত্তপ্ত পশ্চিম এশিয়া। সময় যত গড়াচ্ছে, ততই দুই দেশের মধ্যে মিসাইল হানা বাড়ছে। গতকাল রাত থেকে তেহরানের আকাশে বারবার হানা দিয়েছে ইজরায়েলের। ইজরায়েল-ইরানের সংঘাতে সামিল হবে পাকিস্তানও? বড় ইঙ্গিত দিয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।
ইজরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলির উপরে হামলা এবং ইরানের প্রত্যাঘাতের পরই মধ্য প্রাচ্যে প্রায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতেই ইরানকে সমর্থন জানাল পাকিস্তান। ঠিক এখানেই প্রশ্ন উঠছে এবার কি ইরানের হয়ে অস্ত্র ধরবে পাকিস্তান। যেখানে ভারতের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেরা নাস্তানাবুদ হয়ে গিয়েছে সেখানে পাকিস্তানের এই মনোভাব নিয়ে কটাক্ষ করেছে ওয়াকিবহাল মহল।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য, যদি এখনই মুসলিমরা ঐক্যবদ্ধ না হয়, তাহলে ইজরায়েল সকলের সঙ্গেই একই আচরণ করবে। খাজা আসিফ বলেন, 'ইজরায়েল ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করেছে। যদি মুসলিম দেশগুলি এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে সকলের একই পরিণতির মুখোমুখি হতে হবে।' খাজা আসিফ আরও বলেন যে, সমস্ত মুসলিম দেশের ইজরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত'। তিনি ইজরায়েলের বিরুদ্ধে কৌশল তৈরির কথাও বলেছেন।
'তুর্কিয়ে টুডে'-এর এক প্রতিবেদন অনুসারে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন সিনিয়র জেনারেল এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে বলেছেন, 'পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে যদি ইসরায়েল পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে, তাহলে আমরাও পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করব।'
ইরানের দাবি, তৈল শোধনাগার, পারমাণবিক কেন্দ্র এমনকী, ঘন জনবসতিপূর্ণ এলাকায় চলছে আক্রমণ। নিহত হয়েছেন ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান। ইজরায়েলের হামলায় ইরানে এখনও পর্যন্ত ৪০৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬৫৪ জন। ইজরায়েল পারমাণবিক হামলা চালালে, ইরানের হয়ে পাকিস্তান তার জবাব দেবে, হুমকি দিয়েছে তেহরান। ইরানের হামলায় ইজরায়েলের তেল আভিভ ও জেরুজালেমেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের হামলায় মৃত্যু হয়েছে ১৩ জনের।






















