Israel-Hamas War: ইজরায়েলের আক্রমণে নিহত হামাসের বায়ুসেনাবাহিনীর প্রধান, দাবি ইজরায়েলি সেনার
Israel Palestien Conflict: আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত সপ্তাহের শেষে হামাসবাহিনীর যেসব আক্রমণকারী আকাশপথে ইজরায়েলে প্রবেশ করেছিল তাদের নির্দেশ দেওয়ার দায়িত্বে ছিল এই আবু মুরাদ।
Israel-Hamas War: ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (Israel Defence Force) জানিয়েছে তাদের আকাশপথে হামলায় মৃত্যু হয়েছে হামাসের (Hamas) বায়ুসেনাবাহিনীর প্রধান মুরাদ আবু মুরাদের। গাজা উপত্যকায় (Gaza Stripe) রাতভর চলেছে ইজরায়েলি সেনাবাহিনীর এয়ার স্ট্রাইক (Air Strike)। এই হামলায় নিশানা করা হয়েছিল হামাসের হেড কোয়ার্টারকে। সেখান থেকেই আকাশপথে যাবতীয় হামলা চালাচ্ছিল হামাসবাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত সপ্তাহের শেষে হামাসবাহিনীর যেসব আক্রমণকারী আকাশপথে ইজরায়েলে প্রবেশ করেছিল তাদের নির্দেশ দেওয়ার দায়িত্বে ছিল এই আবু মুরাদ।
নতুন করে সতর্কবার্তা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজারায়েলি সেনা অভিযান চালাবে গাজায়। আর তার আগে এলাকা খালি করার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। গত ৭ অক্টোবর থেকে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়েছে ইজরায়েল এবং গাজার মধ্যে। সন্ত্রাসবাদী সংগঠন হামাস অতর্কিতে হামলা চালিয়েছে ইজরায়েলের মাটিতে। ক্রমাগত রকেট ছোড়া হয়েছে গাজা উপত্যকা থেকে। আকাশপথে চলেছে বোমা হামলা। ইতিমধ্যেই নিহতের সংখ্যা ১৩০০ পার হয়েছে। হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় গত এক সপ্তাহ ধরে বোমাবর্ষণ করেছে ইজরায়েলি সেনা। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন হামাসের হামলার পরিবর্তে এই আক্রমণ সবে মাত্র শুরু। এবার গাজার মাটিতে হামাসের চিহ্ন মিটিয়ে দিতে উদ্যত ইজরায়েলের সেনাবাহিনী। শত্রুপক্ষের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের অস্ত্রের ভাণ্ডার নিশ্চিহ্ন করার লক্ষ্যও রয়েছে তাদের। সেই সঙ্গে খোঁজ চালানো হবে নিখোঁজ ব্যক্তিদের। ইজরায়েলের অভিযোগ গত সপ্তাহের আক্রমণের সময় প্রায় ১৫০ জনকে বন্দি করেছে হামাসবাহিনী। তাঁদের মধ্যে রয়েছেন ইজরায়েলি, বিদেশি এবং দ্বৈত নাগরিকত্ব প্রাপ্ত জনগণ রয়েছেন।
এদিকে গাজা উপত্যকায় ইজরায়েলের সেনাবাহিনীর হামলার আতঙ্কে দক্ষিণ গাজায় পাড়ি দিয়েছেন অসংখ্য প্যালেস্তাইনি নাগরিক। অন্যদিকে গাজার দক্ষিণভাগে মরুভূমি এলাকায় পৌঁছে গিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী, ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রশস্ত্র। বিগত এক সপ্তাহ ধরে রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে ইজরায়েল এবং প্যালেস্তাইনে। প্রকাশ্যে এসেছে নৃশংসতার বিভিন্ন ছবি। দক্ষিণ লেবাননে ইজরায়েলি সেনার হামলায় মৃত্যু হয়েছে রয়টার্সের এক চিত্র সাংবাদিকের। আহত হয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আরও ৬ জন। গাজা উপত্যকা থেকে দক্ষিণ অংশে প্রাণভয়ে পালাচ্ছেন হাজার হাজার প্যালেস্তাইনি। সূত্রের খবর, গাজায় ইজরায়েলি সেনার আকাশপথে হামলায় অন্তত ১৯০০ জন গাজার নাগরিকের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে রয়েছে অন্তত ৬০০ জন শিশু। গাজার পরিস্থিতি প্রসঙ্গে রাষ্ট্রসংঘ জানিয়েছে, গাজায় এখনই মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
আরও পড়ুন- "একদম তৈরি", ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এবার হামাসের পাশে হেজবুল্লা