বিক্রমের খোঁজ নেই! পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট ইসরোর
“আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। সারা বিশ্বে ভারতীয়দের সমর্থন আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে।”
নয়াদিল্লি: চাঁদের মাটিতে আয়ু ফুরাচ্ছে ল্যান্ডার বিক্রমের। এক চন্দ্রদিন শেষ হতে বাকি আর মাত্র ৭২ ঘণ্টা। এই অবস্থায় সপ্তাহখানেকের অক্লান্ত প্রচেষ্টার পরও ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ব্যর্থ ল্যান্ডার বিক্রমের হদিশ পেতে। চাঁদে থাকলেও বিক্রম কী অবস্থায় আছে, তা এখনও জানতে পারেননি ইসরোর বিজ্ঞানীরা। বিক্রম কি মুখ থুবড়ে পড়ে রয়েছে? সংশয় থাকলেও পাকাপাকিভাবে কোনও সন্ধান বিজ্ঞানীদের কাছে নেই। নেই, কারণ অরবিটার যে ছবি ইসরোকে পাঠিয়েছে তাতে ল্যান্ডারের অবস্থান নিয়ে কোনও স্পষ্ট ধারণা মেলেনি। যার ফলে, রোভার প্রজ্ঞানেরও কোনও খোঁজ বিজ্ঞানীরা পাননি।
#VikramLander has been located by the orbiter of #Chandrayaan2, but no communication with it yet. All possible efforts are being made to establish communication with lander.#ISRO
— ISRO (@isro) September 10, 2019
Thank you for standing by us. We will continue to keep going forward — propelled by the hopes and dreams of Indians across the world! pic.twitter.com/vPgEWcwvIa
— ISRO (@isro) September 17, 2019
১০ তারিখ ট্যুইট করে ইসরো জানিয়েছিল, “চন্দ্রযান টু-এর অরবিটার বিক্রম ল্যান্ডারের অবস্থান জানতে পেরেছে। তবে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ স্থাপন করা যায়নি। ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে।” এরপর সপ্তাহখানেকেরও বেশি সময়ের মৌনতা। বুধবার ইসরো ফের একটা ট্যুইট করল। সেখানে বিক্রমের সঙ্গে যোগাযোগ হওয়া নিয়ে কোনও বক্তব্য না রাখলেও তাঁদের ট্যুইট থেকে পরিষ্কার, বিক্রমের সঙ্গে যোগাযোগের সমস্ত আশাই প্রায় শেষ। ইসরোর তরফে আগেই জানানো হয়েছিল, সময় যত এগিয়ে যাবে, বিক্রমের সঙ্গে যোগযোগের সম্ভাবনা ততই ক্ষীণ হবে। হলও তাই। ইসরো আজ ট্যুইট করে বলল, “আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। সারা বিশ্বে ভারতীয়দের সমর্থন আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে।”