Jahangirpuri Clash: 'পুষ্পা স্টাইলে' কোর্টে দিল্লি হিংসার মূল অভিযুক্ত, ফটোগ্রাফারদের হাসতে হাসতে ছবি
Jahangirpuri Clash: দিল্লির হনুমান জয়ন্তীতে হিংসা ছড়ানোয় অন্যতম মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে এসেছে তার। রবিবার সেই আনসারকে গ্রেফতার করে রোহিনি জেলা আদালতে তোলে পুলিশ।
Jahangirpuri Clash: দিল্লির হনুমান জয়ন্তীতে হিংসা ছড়ানোয় অন্যতম মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে এসেছে তার। রবিবার সেই আনসারকে গ্রেফতার করে রোহিনি জেলা আদালতে তোলে পুলিশ। যদিও কোর্টে তোলার আগে 'পুষ্পা স্টাইলে' হাসতে হাসতে ক্যামেরাম্যানদের পোজ দিল আনসার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।
Jahangirpuri Clash: কী দেখা গিয়েছে ভিডিয়োতে ?
সম্প্রতি হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গিরপুরি এলাকা। যেখানে দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে হিংসার আগুন। এই ঘটনায় নাম জড়ায় আনসারের। হিংসার ষড়যন্ত্রে মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছে তার নাম। রবিবার অন্যান্য অভিযুক্তদের সঙ্গে তাকেও হাজির হতে হয় দিল্লির রোহিনি ডিস্ট্রিক্ট কোর্টে। যেখানে হাসতে হাসতেই 'পুষ্পা স্টাইলে' আদালতে ঢোকে আনসার। এমনকী ফটোগ্রাফারদের দেখে গতি থামিয়ে ফের একবার একই কাজ করে জাহাঙ্গিরপুরি হিংসায় অভিযুক্ত। দিল্লি পুলিশের কর্মীদের সামনেই এই কাজ করে
সে। যা দেখে অবাক হন খোদ পুলিশকর্মীরা।
Jahangirpuri Clash: কী হয়েছিল সেদিন ?
পুলিশ জানিয়েছে, হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে সেদিন। সংঘর্ষের সময় পাথর-ছোড়া ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। এই ঘটনায় আট পুলিশ কর্মী ছাড়াও একজন স্থানীয় আহত হন। কিছু গাড়িতে আগুন দেওয়া হয়। অন্তত তেমনই জানিয়েছে পুলিশ।
Jahangirpuri Clash: কে এই আনসার ?
শনিবারের হিংসায় দিল্লির জেলা আদালত আনসারকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আনসারের সঙ্গে একই মামলায় পুলিশি হেফাজত হয়েছে মহম্মদ আসলামের। তবে এই প্রথমবার নয়। অতীতেও আনসারের জেলযাত্রার নজির রয়েছে। এর আগে দুটি হামলার ঘটনায় মামলা হয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও জুয়া ও অস্ত্র আইনে পাঁচবার মামলা হয়েছে আনসারের বিরুদ্ধে। বহুবার আনসারকে গ্রেফতার করেছে পুলিশ।