Jamaat ul Mujahideen Terrorists : ধৃত ৩ জেএমবি জঙ্গির সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল আরও ১৫
ধৃত ৩ জন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে চাঞ্চল্যকর তথ্য পেল লালবাজার পুলিশ।
![Jamaat ul Mujahideen Terrorists : ধৃত ৩ জেএমবি জঙ্গির সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল আরও ১৫ Jamaat ul Mujahideen Terrorists 15 more entered to India from Bangladesh 3 arrested JBM Jamaat ul Mujahideen Terrorists : ধৃত ৩ জেএমবি জঙ্গির সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল আরও ১৫](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/11/c6c290292818b85f7f38445e350575d7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : ৩ জেএমবি জঙ্গির সঙ্গে মোট ১৫ জন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। তাদের মধ্যে কয়েকজন চলে যায় জম্মু-কাশ্মীরে, কয়েকজন গিয়েছিল ওড়িশায় এবং বাকিরা ছিল কলকাতাতে। ধৃত ৩ জন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে লালবাজার পুলিশ।
পাশাপাশি আজই ওই ৩ জঙ্গিকে আদালতে পেশ করা হচ্ছে। সেখানে তাদের হেফাজতে চেয়ে আবেদন করবে পুলিশ। জানা গেছে, নাজিউর নামে এক জঙ্গি বাংলাদেশের হুদী জঙ্গিদলের এক নেতাকে অস্ত্র সরবরাহ করত। ধৃতদের সেখ সাকিল নামে এক ব্যক্তি কলকাতায় সাহায্য করত বলেও জানা গেছে।
প্রসঙ্গত, গতকাল দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা থেকে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে। ধৃতদের নাম নাজিউর রহমান, সাবির ও রবিউল। তারা শহরে বড় কোনও নাশকতার ছক কষছিল বলে অনুমান করছে পুলিশ। ধৃত ৩ জনের মধ্যে প্রধান মাথা হল নাজিউর রহমান। পূলিশ সূত্রে জানা গিয়েছে, সে প্রশিক্ষণপ্রাপ্ত একজন জেএমবি জঙ্গি। অন্তত এমনটাই দাবি কলকাতা পুলিশের এসটিএফের।
তবে শুধুমাত্র নাজিউরই নয়, এই ৩ জনের মধ্যে আরও একজন প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি বলে সন্দেহ করছে পুলিশ। তাদের কাছ থেকে প্রচুর কাগজ ও নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। রয়েছে প্রচুর বইও। সেই নথি ও বইগুলো ঘেঁটে পুলিশ দেখছে। আপাতত যে তথ্য পুলিশের কাছে উঠে আসছে, তাতে জানা যাচ্ছে যে বাংলাদেশের মাস্টার জিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত ধৃত এই ৩ জন।
পুলিশ তদন্তে নেমে আরও জানতে পেরেছে যে, এই ৩ জন বিগত কয়েক মাস ধরেই কলকাতায় বিভিন্ন জায়গায় ফেরিওয়ালা হিসেবে কাজ করছিল। শহরের বিভিন্ন জায়গা গা ঢাকা দিয়ে থাকত তারা। খবর পেয়ে ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানতে পেরেছে যে, ধৃতরা তাদের গ্রুপে আরও নতুনদের নিয়োগও করত। নিজেদের গ্রুপ আরও বাড়ানোই লক্ষ্য ছিল এই ৩ জনের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)