Kashmir Attack: কাশ্মীরে জঙ্গি হানার তীব্র নিন্দা, সোশ্য়াল মিডিয়ায় শোকপ্রকাশ ভারতীয় ক্রিকেটমহলের
এছাড়াও এই তালিকায় আছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহ থেকে শুরু করে ইরফান পাঠান, বীরেন্দ্র সহবাগ সহ বর্তমান সময়ের ক্রিকেটার শুভমন গিল, কে এল রাহুলরাও।

নয়াদিল্লি: পুলওয়ামার পর এত বড় জঙ্গিহানা ভারতে আর হয়নি। গতকাল মঙ্গলবার ২২ এপ্রিল পহেলগাঁওয়ের রিসর্টে হামলা ৪০ রাউন্ডের বেশি গুলি চালানোর অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয় দেখে দেখে পর্যটকদের উপর জঙ্গি হামলা করা হয়েছে বলে অভিযোগ। জঙ্গি হানায় ২৭জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন দেশের ক্রিকেটমহলও।
ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর নিজের সোশ্য়াল মিডিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। এছাড়াও এই তালিকায় আছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহ থেকে শুরু করে ইরফান পাঠান, বীরেন্দ্র সহবাগ সহ বর্তমান সময়ের ক্রিকেটার শুভমন গিল, কে এল রাহুলরাও।
Praying for the families of the deceased. Those responsible for this will pay. India will strike. #Pahalgam
— Gautam Gambhir (@GautamGambhir) April 22, 2025
Deeply saddened by the attack on tourists in Pahalgam. Praying for the victims and for the strength of their families 🙏🏻 Let us stand united in hope and humanity. #PahalgamTerroristAttack
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 22, 2025
Every time an innocent life is lost, humanity loses. It’s heartbreaking to see and hear about what happened in Kashmir today. I was just there couple of days ago — this pain feels too close.
— Irfan Pathan (@IrfanPathan) April 22, 2025
Deeply pained to hear of the reprehensible terrorist attack on innocent tourists in #Pahalgam .
— Virrender Sehwag (@virendersehwag) April 22, 2025
My heart goes out to those who have lost their loved ones. Prayers for the injured 🙏🏼
Heartbreaking to hear about the terrorist attack in Kashmir. My thoughts are with the families of the victims. Praying for peace and strength. 🙏
— K L Rahul (@klrahul) April 22, 2025
Heartbreaking to hear about the attack in Pahalgam. My prayers are with the victims and their families. Violence like this has no place in our country.
— Shubman Gill (@ShubmanGill) April 22, 2025
এদিকে, আজ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডল প্রোফাইলে একটি পোস্টে জানানো হয়, 'বর্তমান অবস্থার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া দুটি অতিরিক্ত বিমান চালাবে শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বইয়ের উদ্দেশে, বুধবার ২৩ এপ্রিলের জন্য।' এক্স হ্যান্ডলে এই ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া। একইসঙ্গে এই অতিরিক্ত বিমান পরিষেবার বিশদ বিবরণও দেওয়া হয় সেই পোস্টে। লেখা হয় যে, শ্রীনগর থেকে দিল্লির বিমান ছাড়বে সকাল সাড়ে ১১টায় এবং শ্রীনগর থেকে মুম্বইগামী বিমান ছাড়বে দুপুর ১২টার সময়। এখন থেকেই সমস্ত বিমানের জন্য বুকিং চালু হয়ে গিয়েছে।
শুধু তাই নয়, এই পোস্টে আরও জানায় এয়ার ইন্ডিয়া, 'শ্রীনগর থেকে এবং শ্রীনগরগামী আমাদের সমস্ত বিমান নির্ধারিত সময়েই চলবে। একইসঙ্গে এয়ার ইন্ডিয়া এখন বিমান বুকিংয়ের সময় বদল কিংবা বুকিং বাতিল করার জন্য কোনও চার্জ নেবে না আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। শুধুমাত্র এই রুটের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।' আর এই পোস্টের সঙ্গে সমস্ত হেল্পলাইন নম্বরও উল্লেখ করেছে এয়ার ইন্ডিয়া।






















