NaMo App: ১১ বছরে ভারতের উন্নয়নে কেমন কাজ করল মোদি সরকার? উত্তর দিতে কীভাবে যোগ দেবেন NaMo অ্যাপের সমীক্ষায়?
Jan Man Survey: এই সমীক্ষার মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান হয়। গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় এবং সরকারি উদ্যোগে তাদের মতামত প্রকাশ করতে আহ্বান করা হয়।

নয়া দিল্লি: জনতা জনার্দনের মন বুঝতে বহু বছর আগেই NaMo অ্যাপে সমীক্ষা শুরু করেছিল মোদি সরকার। নরেন্দ্র মোদি থেকে বিজেপি সরকারের কাজ নিয়ে কী ভাবছে জনতা, আদৌ কি মোদির কাজে সন্তুষ্ট, এ সব প্রশ্ন নিয়েই হত সমীক্ষা। যার নাম জন মন সার্ভে। এই সার্ভের পেজে গেলে পর পর বেশ কিছু প্রশ্ন দেখতে পাবেন। যেখানে মোদি সরকারের কাজকর্ম, নেতা-মন্ত্রীদের ভূমিকা-সহ নানা ধরনের প্রশ্ন রয়েছে।
এই সমীক্ষার মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান হয়। গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় এবং সরকারি উদ্যোগে তাদের মতামত প্রকাশ করতে আহ্বান করা হয়। সেই সমীক্ষায় এবার আরও বেশ কিছু প্রশ্ন যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন সিঁদুর-সহ জঙ্গিদের বিরুদ্ধে সরকারের লড়াই, বিদেশে ভারতের গ্রহণযোগ্যতা, ডিজিটাল ইন্ডিয়া প্রোডাক্টের মতো বেশ কিছু প্রশ্ন। এ বিষয়ে কী ভাবছে দেশবাসী? কী মত ভারতের আমজনতার? সেই উত্তর খুঁজতেই জন মন সার্ভে। ইতিমধ্যেই প্রায় ৫ লক্ষ প্রতিক্রিয়া জমা পড়েছে এই অ্যাপে।
দেশের নানা জায়গা থেকে আসা এইসকল প্রতিক্রিয়া নিশ্চিত করে নীতিমালা গঠনে জনগণের মত এবং সেই মতো বিবেচনা করে দেখা হয় বিষয়টি, এমনটাই বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়টি উল্লেখ করেছেন সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি লিখেছেন, 'আপনাদের ভাবনা আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনারা নমো অ্যাপে-এর এই সমীক্ষায় অংশগ্রহণ করুন। আর আমাদের জানান যে, গত ১১ বছরে ভারতের উন্নয়নে অগ্রগতির ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া কী?'
Your views matter the most! Take part in this survey on the NaMo App and let us know how you view India’s growth journey over the last 11 years. #11YearsOfSeva https://t.co/HSPUQwa4g1
— Narendra Modi (@narendramodi) June 9, 2025
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ৫ লক্ষ প্রতিক্রিয়া জমা পড়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশ থেকে প্রতিক্রিয়া এসেছে সবচেয়ে বেশি। প্রায় ১ লক্ষ ৪১ হাজার ১৫০ টি প্রতিক্রিয়া দিয়েছে যোগীরাজ্যের জনগণ। এরপর রয়েছে মহারাষ্ট্র, তারপর তামিলনাড়ু, গুজরাত, হরিয়ানা।
কীভাবে অংশ নেবেন এই সমীক্ষায়?
প্রথমে নমো অ্যাপের হোমপেজে যান। সেখানে জন মন সার্ভের একটি ছবি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই সার্ভের প্রশ্নের পেজে চলে যাবেন। সেখানে উত্তর সাবমিট করলেই আপনার উত্তর আপনার প্রতিক্রিয়া হিসেবে জমা পড়বে।
এছাড়াও এই direct link: http://nm-4.com/janmansurvey2025 - এ ক্লিক করেও আপনি এই সমীক্ষায় অংশ নিতে পারবেন।
কী কী প্রশ্ন আছে সেখানে?
১। "গত দশকে সন্ত্রাসবাদ দমনে ভারতের দৃষ্টিভঙ্গি কীভাবে বিকশিত হয়েছে?"

২। "জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করছে এমন কাজের বিরুদ্ধে সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছে, একজন নাগরিক হিসেবে আপনি কতটা নিরাপদ বোধ করেন?"

এই সার্ভে পেজের ইন্টারফেসটি বেশ ইউজার-ফ্রেন্ডলিভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি অত্যন্ত সহজ ভাষায় আপনাকে প্রশ্নগুলি করা হবে যাতে বুঝতে কোনও সমস্যা না হয়।






















