এক্সপ্লোর
Advertisement
অভিযুক্ত সৌদির রাজপুত্র, হ্যাক হয়ে গেল অ্যামাজন সিইও জেফ বেজোসের ফোন
সৌদি আরব অবশ্য খোদ রাজপুত্তুরের বিরুদ্ধে ওঠা এই হ্যাকিংয়ের অভিযোগ আজগুবি বলে উড়িয়ে দিয়েছে।
নয়াদিল্লি: বিশ্বের ধনীতম মানুষের আধুনিকতম স্মার্টফোনও যখন হ্যাক হয়ে যায় তখন আমার আপনার মত গরিবগুর্বোদের অবস্থা সহজেই অনুমেয়। হ্যাঁ, অ্যামাজন ডট কমের সিইও ও বিশ্বের সব থেকে বড়লোক বলে ঘোষিত জেফ বেজোসের স্মার্টফোন হ্যাক হয়েছে। অভিযোগের আঙুল কার দিকে উঠেছে জানেন? খোদ সৌদি আরবের রাজপুত্রের দিকে!
২০১৮-র পয়লা মে সৌদি রাজপুত্র মহম্মদ বিন সলমনের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বেজোসের কাছে একটি হোয়াটসঅ্যাপ বার্তা যায়। তাতে একটি অজানা ভিডিও ছিল। ফরেনসিক অ্যানালিসিসে জানা গিয়েছে, সেই ভিডিওতে ম্যালওয়্যার ছিল। তাতেই হ্যাক হয়ে যায় বেজোসের ফোন, হাতছাড়া হয় বিশাল পরিমাণ ডেটা। যদিও কী কী তথ্য চুরি হয়েছে তা এখনও জানা যায়নি।
সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যার পর আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতির কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান সৌদি রাজপুত্র। সেখানে গিয়ে বেজোসের সঙ্গেও দেখা করেন তিনি, যদিও মনে করা হচ্ছে, সাক্ষাতের কারণ নিছক ভাব করা ছিল না, মূল উদ্দেশ্য ছিল তথ্য চুরি। গত বছর একটি সংবাদপত্র বেজোসের বহু ব্যক্তিগত বার্তা ও ছবি পোস্ট করে। ওই হ্যাকিংয়ের ফলেই তা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে যদিও ঠিকমত প্রমাণ এখনও মেলেনি।
সৌদি আরব অবশ্য খোদ রাজপুত্তুরের বিরুদ্ধে ওঠা এই হ্যাকিংয়ের অভিযোগ আজগুবি বলে উড়িয়ে দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement