এক্সপ্লোর
Advertisement
সুশান্ত যখন যন্ত্রণা পাচ্ছিলেন তখন কী করছিলেন রিয়া? প্রশ্ন জিয়া খানের মায়ের
রাবিয়ার কথায়, যদি রিয়া সুশান্তের ফোনই না ধরেন, তাহলে প্রমাণ কোথায়, যে সুশান্তের বন্ধু হিসেবে তিনি এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন? বরং এটাই তো মনে হচ্ছে, কাজ পাওয়ার জন্য রিয়া এতটাই মরিয়া যে দরকারে যতটা সম্ভব নীচে নামতে পারেন, ঠাকুর্দার বয়সী লোকের সঙ্গে সম্পর্কে জড়াতেও আপত্তি নেই।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনায় গতকাল তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে ১১ ঘণ্টা জেরা করেছে মুম্বই পুলিশ। এবার সেলুলয়েডের আকাশ থেকে আর এক খসে পড়া তারকা জিয়া খানের মা রাবিয়া খান প্রশ্ন তুললেন রিয়ার কার্যকলাপ নিয়ে।
রাবিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রিয়াকে ধান্দাবাজ বলে মনে হয় তাঁর। তাঁর কথায়, রিয়াকে ছক কষে শিখিয়ে পড়িয়ে সুশান্তের জীবনে প্রবেশ করানো হয়েছিল, যাতে সারাক্ষণ সে তাঁর কানের কাছে বলতে পারে, তাঁর ওষুধ খাওয়া উচিত, তিনি মানসিকভাবে অসুস্থ, হতাশা আর উদ্বেগে ভুগছেন, তাঁর অনেক কিছুই ঠিক না, ভুলভাল। তাঁর আরও প্রশ্ন, সুশান্ত যখন হতাশায় ডুবে যাচ্ছিলেন, তখন বান্ধবী হিসেবে রিয়া কীভাবে তাঁকে সাহায্য করেছেন? ঠিক যখন সুশান্তের পাশে দাঁড়ানো উচিত ছিল, তখন তো তাঁর শেষ ফোনটাও তিনি ধরেননি। হয়তো তাঁকে বলা হয়েছিল, সুশান্তের ফোন না ধরতে।
Happy birthday to the most beautiful ” supermassive black hole “ that is known to mankind !
Shine on you crazy diamond @itsSSR 💕💥❤️🌈⭐️🍭💜🧡 #boywithagoldenheart #rheality pic.twitter.com/jtHkbS3zbs
— Rhea Chakraborty (@Tweet2Rhea) January 21, 2020
রাবিয়ার কথায়, যদি রিয়া সুশান্তের ফোনই না ধরেন, তাহলে প্রমাণ কোথায়, যে সুশান্তের বন্ধু হিসেবে তিনি এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন? বরং এটাই তো মনে হচ্ছে, কাজ পাওয়ার জন্য রিয়া এতটাই মরিয়া যে দরকারে যতটা সম্ভব নীচে নামতে পারেন, ঠাকুর্দার বয়সী লোকের সঙ্গে সম্পর্কে জড়াতেও আপত্তি নেই। মহেশ ভট্টের নাম না করে তিনি বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement