Srinagar Grenade Blast: শ্রীনগরে গ্রেনেড হামলায় পুলিশের জালে ২
Srinagar Grenade Blast: শ্রীনগরে ভরা বাজারে গ্রেনেড হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করল জম্মু কাশ্মীর পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং মোবাইল টাওয়ারে তথ্যের ভিত্তিতেই পুলিশের জালে দুই সন্দেহভাজন।
শ্রীনগর: শ্রীনগরে ভরা বাজারে গ্রেনেড হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করল জম্মু কাশ্মীর পুলিশ। সিসিটিভি ফুটেজ (cctv) এবং মোবাইল টাওয়ারে তথ্যের ভিত্তিতেই পুলিশের জালে দুই সন্দেহভাজন। প্রথমে গ্রেফতার করা হয় কলিপুরার বাসিন্দা মহম্মদ বারিককে। তাকে জেরা করে পরে গ্রেফতার (arrest) করা হয়েছে একই এলাকার বাসিন্দা ফজিল নবি সফিকে। একটা দুচাকার যানও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, কোনও জঙ্গি সংগঠনের নির্দেশেই এই কাজ করেছে ২ জন। মূল লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর গাড়ি। কিন্তু চলন্ত যান থেকে গ্রেনেড ছোড়ায় তা বাজারের সামনে গিয়ে পড়ে।
রবিবার শ্রীনগরের (srinagar) আমিরা কাদাল বাজারে গ্রেনেড (grenade) হামলা করে জঙ্গিরা। ভরা বাজারে গ্রেনেডের আঘাতে একাধিক সাধারণ নাগরিক গুরুতর জখম হন। পরে জখমদের মধ্যে দুই জন মারা যান। মৃতদের মধ্যে রয়েছে এক তরুণীও। ওই হামলায় জখম হয়েছিলেন জম্মু কাশ্মীর পুলিশের এক জওয়ানও। ঘটনার পরেই এলাকা কর্ডন করেছিল পুলিশ। শুরু হয়েছিল তদন্তও। দ্রত অপরাধীদের ধরতে সাহায্য নেওয়া হয়েছিল একাধিক আধুনিক প্রযুক্তির (modern technology)।
IGP Kashmir Shri Vijay Kumar #congratulates #SrinagarPolice for cracking this heinous #terror crime on civilians quickly and #professionally. Whole module will be smashed. @JmuKmrPolice https://t.co/La0KXLF3hu
— Kashmir Zone Police (@KashmirPolice) March 8, 2022
পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা শ্রীনগর শহরের যাবতীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, প্রতিটা ফ্রেম ধরে (frame by frame analysis) চলেছে তদন্ত। সেল টাওয়ার ডাম্প (cell tower dump), আইপি ডাম্প (IP dump) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের বয়ানও শোনা হয়েছে। এর আগে এই বছরের জানুয়ারিতেই ওই এলাকায় গ্রেনেড হামলা হয়েছিল। ২০২১ সালে ওই এলাকায় হামলা করেছিল জঙ্গিরা।