Jobs And Recruitments: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে চাকরির সুযোগ, শূন্যপদ কত?
Bank of Maharashtra: প্রথমে পরীক্ষা এবং তারপরে ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কর্তৃপক্ষ।
Jobs And Recruitments: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে রয়েছে চাকরির সুযোগ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা bankofmaharashtra.in এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আগামী ২৬ জুলাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হতে চলেছে। মোট ১৯৫টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীদের বয়স কত হওয়া জরুরি, শিক্ষাগত যোগ্যতাই বা কী হবে, তার ব্যাপারে বিশদে বিবরণ দেওয়া হয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিশিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশনে। গত ১০ জুলাই এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
প্রথমে পরীক্ষা এবং তারপরে ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কর্তৃপক্ষ। পরীক্ষা নেওয়ার আগে আবেদনকারীদের আবেদনের একটি স্ক্রিনিং হবে। এই প্রিলিমিনারি স্ক্রিনিং পর্যায়ে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং অন্যান্য বিষয় (যা ব্যাঙ্ক নির্ধারণ করেছে) - এইসবের ভিত্তিতে বিচার বিবেচনা করা হবে। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে আবেদনকারীর পরীক্ষা এবং ইন্টারভিউ পর্বে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। পার্সোনাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে থাকবে মোট ১০০ নম্বর। এখানে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষমদের ক্ষেত্রে ৪৫ নম্বর ধার্য করা হয়েছে।
অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে
অসংরক্ষিত শ্রেণি অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট, আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি, ওবিসিদের ক্ষেত্রে ১০০০ টাকা এবং সঙ্গে ১৮০ টাকা জিএসটি দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসেবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং সঙ্গে ১৮ টাকা জিএসটি দিতে হবে আবেদনকারীদের। যেকোনও জাতীকরণ হওয়া ব্যাঙ্কের সাহায্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। এছাড়া আর কোনও মাধ্যম নেই। আর এই টাকা নন রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য নয়। অ্যাপ্লিকেশন একবার জমা দেওয়া হয়ে গেলে তা আর কোনওভাবেই তুলে নেওয়া বা ক্যান্সেল করা সম্ভব নয়। তেমনই অ্যাপ্লিকেশন ফি একবার জমা দেওয়া হয়ে গেলে তা আর ফেরত পাওয়া যাবে না।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ পদে চাকরি, কী যোগ্যতা ? কীভাবে আবেদন ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI