US Coronavirus Travel Ban: করোনা ছড়ানো ঠেকাতে বাইরে থেকে আমেরিকায় ঢোকা বন্ধ করার পথে বাইডেন?
পূর্বসূরিকে অনুসরণ বা অনুকরণ নয়। বরং একেবারেই অন্যপথে হাঁটছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্রে খবর, পর্যটনের ক্ষেত্রে বিধি আরোপ করতে পারেন নব নির্বাচিত প্রেসিডেন্ট। আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে ইতিমধ্যে যাতায়াত বন্ধ করেছেন প্রেসিডেন্ট। অন্যদিকে আমেরিকায় ছড়িয়ে পড়েছে ভাইরাসের নতুন স্ট্রেন।
ওয়াশিংটন: করোনা মোকাবিলা করতে এবার কড়া হাতে হাল ধরলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতায় এসে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উদ্যোগী হচ্ছেন বাইডেন। সংক্রমণ রুখতে এবার আমেরিকায় যাতায়াত বন্ধ করতে পারেন তিনি। সূত্রের খবর, আমেরিকান ছাড়া ব্রিটেন, ব্রাজিল এবং আয়ারল্যান্ডের দেশের নাগরিকদের আমেরিকা আসার উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন তিনি।
পূর্বসূরিকে অনুসরণ বা অনুকরণ নয়। বরং একেবারেই অন্যপথে হাঁটছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্রে খবর, পর্যটনের ক্ষেত্রে বিধি আরোপ করতে পারেন নব নির্বাচিত প্রেসিডেন্ট। আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে ইতিমধ্যে যাতায়াত বন্ধ করেছেন প্রেসিডেন্ট। অন্যদিকে আমেরিকায় ছড়িয়ে পড়েছে ভাইরাসের নতুন স্ট্রেন। এই আবহে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন জো বাইডেন। কঠোর মানতে হবে সামাজিক দূরত্ব। তাও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ২ কোটি ছাড়িয়ে যাবে আমেরিকায়। ভাইরাসের নতুন স্ট্রেনে ভ্যাকসিন কতটা কার্যকরী সেদিকেও নজর রাখছে আমেরিকা প্রশাসন। সরকারের এক আধিকারিক বলেন, দক্ষিণ আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে জো বাইডেন।
উল্লেখ্য, বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতাও। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২১ লক্ষ ২৭ হাজার ৮৮৪ জনের। আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৯১ লক্ষ ৩৫ হাজার ৭২০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৫ কোটি ৪৬ লক্ষ ৮৯ হাজার ৪৪২ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ হাজার ২৭৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪৯ হাজার ২৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ১৮৪। এরইমধ্যে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডর করোনায় আক্রান্ত হয়েছেন।