এক্সপ্লোর
Advertisement
এবার তাপসী ও স্বরার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চাইছেন কঙ্গনা বোন রঙ্গোলি
এদিকে আইনি যুদ্ধে বড় জয় হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের। গত ৭ ও ৯ সেপ্টেম্বরের কঙ্গনা রানাউতের বাংলো ভাঙার নোটিস দেয়। বাংলোর এক অংশ ভেঙেও ফেলে বৃহন্মুম্বই পুরসভা। এরপর আদালতে যান অভিনেত্রী। সেই মামলার রায়ে বম্বে হাইকোর্ট বাংলো ভাঙার নোটিস খারিজ করে দিয়েছে।
মুম্বই: তাপসী এবং স্বরার বিরুদ্ধে আদালতে যেতে চাই। এবার দুই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করলেন বিস্ফোরক কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। অভিযোগ, কঙ্গনার বাড়ি নিয়ে মামালা চলাকালীন বিদ্রুপ করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু এবং স্বরা ভাস্কর। আর তাই আদালতে যেতে চান বলে জানিয়েছেন তিনি।
এদিকে আইনি যুদ্ধে বড় জয় হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের। গত ৭ ও ৯ সেপ্টেম্বর কঙ্গনা রানাউতের বাংলো ভাঙার নোটিস দেয় বৃহন্মুম্বই পুরসভা। বাংলোর এক অংশ ভেঙেও ফেলে বৃহন্মুম্বই পুরসভা। এরপর আদালতে যান অভিনেত্রী। সেই মামলার রায়ে বম্বে হাইকোর্ট বাংলো ভাঙার নোটিস খারিজ করে দিয়েছে। একইসঙ্গে আদালত বলেছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিনেত্রীর বাড়ি ভাঙা হয়েছে। অভিনেত্রী বাংলোর কতটা ক্ষতি হয়েছে, তা দেখতে একজনকে নিয়োগ করা হবে বলেও জানিয়েছে বম্বে হাইকোর্ট। আদালতের এই রায় খুশি কঙ্গনা। ধন্য়বাদ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। একইসঙ্গে যারা বিদ্রুপ করেছেন তাদেরও ধন্য়বাদ জানান অভিনেত্রী।
কিন্তু এরপরই বিস্ফোরক অভিযোগ করেন রঙ্গোলি চান্দেল। ইনস্টাগ্রামে তিনি লেখেন, একটা জিনিস আমি কিছুতেই এড়িয়ে যেতে পারব না। আমাদের কঠিন সময়ে তাপসী পান্নু এবং স্বরা ভাস্করের মতো বলিউডের বি-গ্রেড অভিনেত্রীরা বিদ্রুপ করেছেন। এমনকি বাড়ি ভাঙার ঘটনাকে তাঁরা নৈতিক বলেও ব্য়াখ্য়া করেছেন। আমি ওঁদের বিরুদ্ধে মামলা করতে আদালতে যেতে চাই। কিন্তু কঙ্গনা বাধা দিচ্ছে। ওই পোস্টের ক্য়াপশনে তিনি লিখেছেন, একটা জরুরী ঘোষণা করতে চাই। পালি হিলের সম্পত্তি নিয়ে কেউ কেউ ভুল তথ্য় দিচ্ছেন। এই অসামাজিক মানুষদের থেকে দূরে থাকুন। ভবিষ্য়তেও আমি আপনাদের সতর্ক করে দেব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement