এক্সপ্লোর
বরুণ-নাতাশা লিভ ইন করতে চেয়েছিলেন, ডেভিড ধবনের আপত্তিতে হয়নি, হাটে হাঁড়ি ভাঙলেন করিনা
নাতাশার সঙ্গে তাঁর বন্ধুত্ব সেই স্কুলে পড়ার সময় থেকে। বরুণকে যখন কেউ চেনেন না, তখন থেকে নাতাশা তাঁর হাত ধরে ঘোরেন।
মুম্বই: শিগগিরই বিয়ে করতে চলেছেন বরুণ ধবন। ছোটবেলার বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করবেন তিনি। করিনা কপূরের রেডিও যো-তে এসে বরুণ জানিয়েছেন, তাঁরা লিভ ইন করতে চেয়েছিলেন। নাতাশার বাবা মায়েরও আপত্তি ছিল না। কিন্তু বেঁকে বসলেন বরুণের বাবা মা।
বরুণ কমেডি ছবির নামজাদা পরিচালক ডেভিড ধবনের ছেলে। নাতাশার সঙ্গে তাঁর বন্ধুত্ব সেই স্কুলে পড়ার সময় থেকে। বরুণকে যখন কেউ চেনেন না, তখন থেকে নাতাশা তাঁর হাত ধরে ঘোরেন। অন্য কারও সঙ্গে আর অন্য কোনও সম্পর্ক গড়ে ওঠার সুযোগই সেভাবে হয়নি বরুণের। নাতাশাই তাঁকে বরাবর আগলে রেখেছেন। বরুণ বা নাতাশা কেউই তাঁদের সম্পর্ক নিয়ে অহেতুক হাইপ তোলেননি। কিন্তু সম্প্রতি, করিনার রেডিও শো 'হোয়াট উওমেন ওয়ান্ট'-এ এসেছিলেন বরুণ। সেখানেই নাতাশা দালালকে বরুণের ভাবী- স্ত্রী হিসেবে খোলাখুলি উল্লেখ করেন করিনা। করিনা বিয়ে নিয়ে কথা তুলতেই বরুণ বলেন, '' আমরা অনেক গুলো বছর এক সঙ্গে আছি। বিয়ে যে হবে এটা তো স্বাভাবিক। দাদা-বৌদির বিয়ে দেখে বিয়ের কথা মনে হয়েছে আমার। আমার ভাইঝি নাইরাকে আমি যখন দেখি, তখন আমার মনে হয়, বিয়ে তো ভালোই ব্যাপার''। বরুণের আরও সংযোজন, ''একটা সময়ের পর সকলেই ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চায়। তবে লিভ-ইন সম্পর্কে থাকতে আমাদের দুজনের আপত্তি নেই। নাতাশার বাড়ির লোকেরাও এটা সহজভাবে নিয়েছিলেন। তবে আমার বাবা-মা, পরিবার সেটা চান না। তাঁরা চান আমরা বিয়েটা করে নিই, কারণ আমার তো থাকার জায়গা রয়েছে!''
২০২০-তেই বিয়ের কথা ছিল বরুণ-নাতাশার। থাইল্যান্ডে হত বিয়ে। কিন্তু করোনার জেরে পিছিয়ে গিয়েছে বিয়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement