এক্সপ্লোর
Advertisement
কোভিড-১৯ থেকে সেরে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেলেন, সেলফ কোয়ারান্টিনে যাবেন ইয়েদুরাপ্পা
গত ২ আগস্ট করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়ে চিকিত্সার জন্য় তখন থেকে মনিপাল হাসপাতালেই চিকিত্সাধীন ছিলেন মুখ্যমন্ত্রী। নিজের করোনা সংক্রমণের খবর ট্যুইট করে তিনি তাঁর সংস্পর্শে আসা সবাইকেই স্বেচ্ছায় কোয়ারান্টিনে যাওয়ার পরামর্শ দেন। পরদিন তাঁর বড় মেয়ে বি ওয়াই পদ্মাবতীর করোনা পরীক্ষার ফলও পজিটিভ হয়।
বেঙ্গালুরু: সুস্থ হয়ে উঠলেন কর্নাটকের কোভিড-১৯ আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। রাজ্য সরকারের বিবৃতি উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, কোভিড-১৯ থেকে সম্পূর্ণ সেরে ওঠায় মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে মনিপাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে বেরিয়ে ট্যুইট করে মুখ্যমন্ত্রী তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, শুভেচ্ছা, প্রার্থনার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। সেলফ কোয়ারেন্টিনে থাকব। আপনাদের স্নেহ, ভালবাসা, সমর্থনের জন্য় আপনাদের কাছে গভীর ভাবে কৃতজ্ঞ। খুব শীঘ্রই স্বাভাবিক রুটিনে ফেরার জন্য মুখিয়ে আছি।
ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಶ್ರೀ @BSYBJP ರವರು ಕೋವಿಡ್-19 ನಿಂದ ಪೂರ್ಣಗುಣಮುಖರಾಗಿ ಇಂದು ಮಣಿಪಾಲ ಆಸ್ಪತ್ರೆಯಿಂದ ಬಿಡುಗಡೆಯಾಗಿದ್ದಾರೆ.
ತಮಗೆ ಚಿಕಿತ್ಸೆ ನೀಡಿದ ವೈದ್ಯರು, ಶುಶ್ರೂಷಕರು, ಸಿಬ್ಬಂದಿಗಳಿಗೆ ಮುಖ್ಯಮಂತ್ರಿಗಳು ಧನ್ಯವಾದ ಸಲ್ಲಿಸಿದ್ದಾರೆ. ತಮ್ಮ ಚೇತರಿಕೆಗಾಗಿ ಹಾರೈಸಿದ ಸಮಸ್ತ ನಾಗರಿಕರಿಗೆ ಕೃತಜ್ಞತೆಗಳನ್ನು ವ್ಯಕ್ತಪಡಿಸಿದ್ದಾರೆ. pic.twitter.com/YwpvhCP7go
— CM of Karnataka (@CMofKarnataka) August 10, 2020
গত ২ আগস্ট করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়ে চিকিত্সার জন্য় তখন থেকে মনিপাল হাসপাতালেই চিকিত্সাধীন ছিলেন মুখ্যমন্ত্রী। নিজের করোনা সংক্রমণের খবর ট্যুইট করে তিনি তাঁর সংস্পর্শে আসা সবাইকেই স্বেচ্ছায় কোয়ারান্টিনে যাওয়ার পরামর্শ দেন। পরদিন তাঁর বড় মেয়ে বি ওয়াই পদ্মাবতীর করোনা পরীক্ষার ফলও পজিটিভ হয়।
গত ৪ আগস্ট করোনা পজিটিভ হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আরও বেশ কয়েকজন রাজনীতিক মারণ ভাইরাস সংক্রমিত হন। গতকাল করোনা সংক্রমিত হয়েছেন খোদ কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু। তিনি ট্যুইট করেন, ফ্লু-জাতীয় উপসর্গ দেখে তিনি টেস্ট করিয়েছেন। সেইসঙ্গে জানান, রাজ্যে করোনাভাইরাস সংক্রমণে বাড়াবাড়ির মধ্যেই তিনি ৩০টি জেলায় ঘুরেছেন, তাই নিজে থেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার নতুন করে ৫৯৮৫টি সংক্রমণ ধরা পড়েছে, ১০৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা ১.৭৮ লক্ষ। মৃত্যু বেড়ে হয়েছে ৩১৯৮টি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement