Karnataka Election 2023: কর্নাটক বিজেপিতে ডামাডোল! টিকিট ক্ষোভে দল ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
Ex-CM Quits BJP: জগদীশ শেট্টার যোগ দিয়েছেন কংগ্রেসে।
নয়াদিল্লি: যত নির্বাচন এগিয়ে আসছে ততই যেন দ্বন্দ্বের ছবিটা প্রকট হচ্ছে কর্নাটক বিজেপিতে। প্রথম থেকেই টিকিট বিলি নিয়ে বারবার বিজেপির অন্দরের দ্বন্দ্ব সামনে এসেছে। এবার সেই ইস্যু নিয়ে ঝামেলার জেরেই দল ছাড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা জগদীশ শেট্টার। খবর পিটিআই সূত্রে।
তাঁকে পছন্দের আসন থেকে টিকিট দেয়নি বিজেপি, সেই কারণেই দল ছাড়লেন তিনি। বিজেপি ছেড়ে মল্লিকার্জুন খাড়গের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন জগদীশ শেট্টার। সোমবার বেঙ্গালুরুতে কর্নাটকের প্রদেশ কংগ্রসের অফিসে হাতশিবিরে যোগ দিয়েছেন তিনি। সেখানে ছিলেন কেসি ভেণুগোপাল, ডিকে শিবকুমার, সিদ্দারামাইরা। কংগ্রেসে যোগ দেওয়ার পরে তাঁকে সংবর্ধনা দেন মল্লিকার্জুন খাড়গে।
আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন হবে। ১৩ মে বিধানসভার নির্বাচনের ফলাফল বেরোবে।
কর্নাটকে নির্বাচনের দায়িত্বে রয়েছেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়া, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী শনিবার রাতে লিঙ্গায়েত নেতাদের নিয়ে বৈঠকে বসেন। সংবাদ সংস্থা সূত্রের খবর, ছয় বারের বিধায়ক জগদীশ শেট্টার হুবলি-ধারওয়ার সেন্ট্রাল বিধানসভা ক্ষেত্র থেকে লড়তে চেয়েছিলেন।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জগদীশ শেট্টার বলেছেন, 'যাঁরা আমাকে শান্ত করতে এসেছিলেন তাঁদের কাছে আমার প্রশ্নের কোনও উত্তর ছিল না। আমাকে টিকিট দেওয়া কেন হবে না সেই প্রশ্নের কোনও উত্তর ছিল না। ওঁরা আমার পরিবারের যে কোনও সদস্যকে টিকিট দিতে চেয়েছিল। আমি চাইলে আমায় আরও বড় কোনও পদ দেওয়া হতো। এত বছর ধরে দলের কাজ করার পরে এটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক।'
Karnataka Congress president DK Shivakumar gives the 'B' form to Jagadish Shettar, ahead of his nomination filing for #KarnatakaElections2023
— ANI (@ANI) April 17, 2023
The former Karnataka CM joined Congress today, a day after he quit the BJP. pic.twitter.com/9FBPMmWM2f
বছর ৬৭-এর জগদীশ শেট্টার জানিয়েছেন তিনি নির্বাচনে লড়বেন। তিনি বলেছেন, 'আমায় যেভাবে উপেক্ষা করা হয়েছে তাতে আমার অত্যন্ত খারাপ লেগেছে। আর এতেই আমার মনে হয়েছে যে আমার বসে থাকা উচিত নয়। ওদের পাল্টা চ্যালেঞ্জ করা উচিত। আমি এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব।'
আরও পড়ুন: খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান, হিট স্ট্রোকে মৃত্যু ১১ জনের