Karnataka Election Results 2023 LIVE: '২৪-এর আগে জোর ধাক্কা বিজেপির, কর্ণাটকের মসনদে কংগ্রেস
Karnataka Election Results 2023 LIVE Updates : কর্ণাটকে কুর্সি বদল। একক সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস। বেঙ্গালুরু থেকে দিল্লি, উল্লাসে মাতল কংগ্রেস। ব্যর্থ মোদি-শাহ ম্যাজিক।
LIVE

Background
Karnataka Assembly Poll Results 2023 : '২৪-এর আগে জোর ধাক্কা বিজেপির, কর্ণাটকের মসনদে কংগ্রেস
'২৪-এর আগে জোর ধাক্কা বিজেপির। কন্নড়ভূমের কুর্সি বদল। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকের মসনদে কংগ্রেস। অভিনন্দন জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর। ২২৪টি আসনের মধ্যে কংগ্রেস একাই জয় পেল ১৩৬টি আসনে। অর্থাৎ ম্যাজিক ফিগারের চেয়ে ২৩টি বেশি। বিজেপি নেমে গেল ৭০-এর নীচে। গতবারের তুলনায় আসন কমল দেবগৌড়ার জে়ডিএসেরও।
Karnataka Election 2023 Results : নির্বাচনে বজরংবলী, হিজাব বিতর্কের মতো ইস্যুকে সামনে রেখেছিল বিজেপি, কাজে এল না কোনওটাই
২০২৪-এর লোকসভা ভোটের আগে কর্ণাটকে বড় জয় পেল কংগ্রেস। ক্ষমতাচ্যুত হল বিজেপি। এবার নির্বাচনে বজরংবলী, হিজাব বিতর্কের মতো ইস্যুকে সামনে রেখেছিল তারা। পাল্টা দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রচারে ঝড় তুলেছিল কংগ্রেস।
Karnataka Assembly Poll Results 2023 : ৬ মাসের মধ্য়ে বিজেপির হাত থেকে আরও একটি রাজ্য় ছিনিয়ে নিল কংগ্রেস
হিমাচলপ্রদেশের পর কর্ণাটক। ৬ মাসের মধ্য়ে বিজেপির হাত থেকে আরও একটি রাজ্য় ছিনিয়ে নিল কংগ্রেস। লোকসভা ভোটের আগে এই জয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস শিবির। তবে এই ফলাফলের প্রভাব লোকসভা ভোটে কতটা পড়বে, তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল।
Karnataka Election 2023 Results : মোদি-অমিত শাহ মিলে সত্তরেরও বেশি জনসভা ও র্যালি করেছিলেন কর্ণাটকে, তাও শেষরক্ষা হল না
মোদি-অমিত শাহ মিলে সত্তরেরও বেশি জনসভা ও র্যালি করেছিলেন কর্ণাটকে! তাও শেষরক্ষা হল না! অন্যদিকে নজরকাড়া পারফরম্যান্স করলেন রাহুল গান্ধী। বিধানসভা ভোটে বিজেপির থেকে দক্ষিণের এই রাজ্যের শাসনক্ষমতা ছিনিয়ে নিল কংগ্রেস।
Karnataka Assembly Poll Results 2023 : কর্ণাটক জয়ের পর বঙ্গেও বিজয়োল্লাস কংগ্রেসের, উচ্ছ্বাসে মাতল বামেরাও
কর্ণাটক জয়ের পর বঙ্গেও বিজয়োল্লাস কংগ্রেসের। উচ্ছ্বাসে মাতল বামেরাও। সুজন চক্রবর্তীর নেতৃত্বে মুকুন্দপুরে মিছিল করল সিপিএম।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
