এক্সপ্লোর
Advertisement
পরিবারের অমতে বিয়ের চেষ্টা, মেয়ের চারটে আঙুল কেটে প্রতিশোধ নিল বাবা-ভাইয়েরা
গত শনিবার তাঁর বাবা ও ভাইয়েরা ধনলক্ষ্মীকে স্থানীয় একটি ওষুধের দোকানে দেখতে পান।
চামারাজনগর: ধনলক্ষ্মীর অপরাধ ছিল তিনি এমন এক জনকে ভালবাসতেন, যাঁকে নিয়ে আপত্তি ছিল তাঁর পরিবারের। কিন্তু শত বিরোধিতা-লাঞ্ছনা-গঞ্জনা সত্ত্বেও নিজের ভালবাসাকে ছাড়তে চাননি বছর চব্বিশের ওই যুবতী। তাই তাঁর হাতের চারটি আঙুল কেটে দিয়েছেন বাবা ও ভাইয়েরা। শনিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের চামারাজনগর জেলার হানুর তালুকে।
পুলিশ জানিয়েছে, সত্য নামে এক যুবককে ভালবাসেন ধনলক্ষ্মী। দু বছর ধরে তাঁদের প্রেম। এ বার তাঁরা ঠিক করেছিলেন বিয়ে করবেন। কিন্তু বাদ সাধেন ধনলক্ষ্মীর পরিজনেরা। অনেক বোঝানো, বকাবকি-হুমকির পরেও টলানো যায়নি ওই যুবতীকে। ধনলক্ষ্মী ও সত্য ঠিক করেছিলেন, সোমবার তাঁরা বিয়ে করবেন। সেই খবর পেয়ে গিয়েছিল যুবতীর পরিবার।
ইতিমধ্যেই বাড়ি ছেড়েছিলেন ধনলক্ষ্মী। গত শনিবার তাঁর বাবা ও ভাইয়েরা ধনলক্ষ্মীকে স্থানীয় একটি ওষুধের দোকানে দেখতে পান। সেখানে গিয়ে মেয়েকে একপ্রস্থ বোঝানোর চেষ্টা করেন বাবা ও ভাইয়েরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছু ক্ষণের মধ্যেই উভয় পক্ষের বাদানুবাদ শুরু হয়। আচমকা দুই ব্যক্তি ধনক্ষ্মীর দুই হাত চেপে ধরেন এবং ভাই ও বাবা মিলে তাঁর চারটি আঙুল কেটে দেন। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ছুটে গিয়ে ধনলক্ষ্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement