Pahalgam Incident Update : 'মোদি-শাহ আমাকে একটা আত্মঘাতী বোমা দিক, গায়ে বেঁধে নিয়ে পাকিস্তানে হামলা চালাব', হুঙ্কার কর্ণাটকের মন্ত্রীর
NIA Investigation: নির্দেশ এসেছিল ইসলামাবাদ থেকে। পাক সেনা-আইএসআইয়ের মদতেই লস্করের দফতরে বসে পহেলগাঁও-হামলার ছক। প্রাথমিক রিপোর্ট এনআইএ-র।

বেঙ্গালুরু : পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে স্বেচ্ছায় পাকিস্তানের বিরুদ্ধে লড়তে যাওয়ার কথা বললেন কর্ণাটকের মন্ত্রী বিজেড জমির আহমেদ খান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি হুঙ্কার দেন, আত্মঘাতী বোমা নিয়ে তিনি পাকিস্তান যাবেন। তাঁকে এও বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে অনুমতি দিলে তিনি যুদ্ধে যেতে প্রস্তুত। তাঁর কথায়, "আমরা ভারতীয়। আমরা হিন্দুস্থানি। আমাদের সঙ্গে পাকিস্তানের কোনও দিন কোনও সম্পর্ক নেই। পাকিস্তান সবসময় আমাদের শত্রু। যদি মেদি, অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকার আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধে যেতে প্রস্তুত। যুদ্ধের জন্য পাকিস্তান যাব। প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ আমাকে একটি আত্মঘাতী বোমা দিক। সেটা আমার গায়ে বেঁধে নেব এবং পাকিস্তানে চলে গিয়ে হামলা চালাব।"
#WATCH | Karnataka Minister BZ Zameer Ahmed Khan says, "...We are Indians, we are Hindustanis. Pakistan never had any relations with us. Pakistan has always been our enemy...If Modi, Amit Shah and the Central government let me, I am ready to go to battle. (02.05.2025) pic.twitter.com/HdYiZcYBIC
— ANI (@ANI) May 3, 2025
এর আগে, কর্ণাটকের মন্ত্রী পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করেছিলেন। তিনি এই হামলাকে নিরীহ নাগরিকদের বিরুদ্ধে "জঘন্য ও অমানবিক কাজ" বলে অভিহিত করেন। কর্ণাটকের দুই জন ওই হামলায় প্রাণ হারান। মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, "এটি অত্যন্ত বেদনার বিষয়।"
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে জলে-স্থলে-আকাশে চাপ বাড়াচ্ছে ভারত। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কাশ্মীর উপত্যকা। ৬০-৭০টি সেনা কনভয় পাঠানো হচ্ছে। বদগামের রাস্তায় মোতায়েন করা হয়েছে ৭৩ নম্বর CRPF ব্যাটেলিয়ন। সোপিয়ান, উরি, বারামুলার সঙ্গে সংযোগকারী এই রাস্তা। পহেলগাঁওকাণ্ডের পর থেকেই টানা ৯ দিন ধরে বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি ছুড়ছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জম্মু কাশ্মীরের পর্যটনস্থল, ধর্মীয় স্থানগুলিতে মোতায়েন করা হয়েছে বাহিনী।
এদিকে সীমান্তে পাক উস্কানি অব্যাহত পাকিস্তানের। পাক অধিকৃত কাশ্মীরে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনা। সূত্রের খবর, সুধানৌতি এলাকায় সাধারণ মানুষকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনাবাহিনী।






















