Kashmir Terror Attack: 'আমার ছোট্ট বাচ্চা আছে, ছেড়ে দাও'... 'কোনও কথাই বলল না, শুনল না, মাথায় গুলি করে চলে গেল'...
Pahalgam Incident: 'আমার স্বামী অনুরোধ করে বলেছিল আমার একটা বাচ্চা আছে। দয়া করে ছেড়ে দাও। কিন্তু ও গুলি করে দিল। তারপর চলে গেল', জানিয়েছেন নিহত ভারত ভূষণের স্ত্রী সুজাতা।

Kashmir Terror Attack: জঙ্গিদের কাছে প্রাণভিক্ষা করেছিলেন বেঙ্গালুরুর প্রযুক্তি কর্মী ভারত ভূষণ। নিজের জন্য নয়। তিন বছরের সন্তানের জন্য। কিন্তু মোটেই রেয়াত করা হয়নি তাঁকে। স্ত্রী এবং সন্তানের সামনেই নৃশংস ভাবে গুলি করে খুন করা হয় ভারতকে। অটোম্যাটিক বন্দুক তাক করে ভারত ভূষণের মাথায় গুলি করে এক জঙ্গি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, ভারতের স্ত্রী সুজাতা ভূষণ। পেশায় চিকিৎসক তিনি। সুজাতা জানিয়েছেন, ১৮ এপ্রিল ছুটিতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। পহেলগাঁও ছিল তাঁদের শেষ ঘোরার জায়গা। অন্যান্য পর্যটকদের মতোই বৈসারন উপত্যকায় বেড়াতে গিয়েছিলেন তাঁরা। টাট্টু ঘোড়ায় চড়ে গিয়েছিলেন ভারত, তাঁর স্ত্রী সুজাতা এবং সন্তান। পৌঁছনোর পর ছবি তুলছিলেন তাঁরা। সবুজ উপত্যকায় খেলা করছিলেন ছোট্ট সন্তানের সঙ্গে। এমনকি কাশ্মীরি পোশাকও পরেছিলেন তাঁরা। আচমকাই তাঁরা শুনতে পান গুলির শব্দ।
সুজাতা আরও জানিয়েছেন, প্রথমে তাঁরা ভেবেছিলেন হয়তো পাখি কিংবা বন্য পশুদের তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু ক্রমশ বাড়তে থাকে একটানা গুলির শব্দ। তারপরেই তাঁরা বুঝতে পারেন এটা সাধারণ ঘটনা নয়। হামলা হয়েছে। কিন্তু চারপাশের খোলা বিস্তীর্ণ এলাকায় লুকিয়ে পড়ে প্রাণ বাঁচানোর কোনও জায়গাই ছিল না। তাও দৌড়তে শুরু করেন সকলে। অনেকে লুকিয়ে পড়েন আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু তাঁবুতে। ভারত, সুজাতা এবং তাঁদের সন্তানও কার্যত হামাগুঁড়ি দিয়ে লুকিয়ে পড়েছিলেন তাঁবুর আড়ালে। কিন্তু নজরে এসেছিল জঙ্গিদের তাণ্ডব। ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য। লোকেদের ধরা হচ্ছিল, প্রশ্ন করা হচ্ছিল, তারপরই সটান গুলি করে খুন।
ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুজাতা বলেছেন, 'তাঁবুর কাছে এসেছিল এক জঙ্গি। একজন লোককে টেনে বের করল। কিছু কথা বলল। তারপরই মাথায় গুলি করল। একবারের পর আরও দু'বার। আমি শুনতে পাইনি ও কী বলছিল। পরে শুনতে পাই বলছে তোমরা কীভাবে ছুটি উপভোগ করবে যখন আমাদের বাচ্চারা কষ্ট করছে। খবর দেখ না তোমরা? শুধু তোমরা নিজেরা কীভাবে এমন উপভোগ করবে? এক বয়স্ক ব্যক্তিকে এসব কথা বলার পরই মাথায় গুলি করে। তারপর আরও একজনকে।'
সুজাতার কথায়, এরপর তাদের তাবুঁতে আসে এক জঙ্গি। সুজাতা বলেছেন, 'ও আমার স্বামীর কাছে এল। কোনও কথাই বলল না। গুলি করে দিল। আমার স্বামী অনুরোধ করে বলেছিল আমার একটা বাচ্চা আছে। দয়া করে ছেড়ে দাও। কিন্তু ও গুলি করে দিল। তারপর চলে গেল।'






















