Kashmir Terror Attack: পহেলগাঁও হামলার জবাব, পাকিস্তানের অফিশিয়াল এক্স হ্যান্ডেলের অ্যাকসেস বন্ধ করল ভারত
Kashmir Pahalgam Incident: গত ২২ এপ্রিল, ২০২৫ তারিখে পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকার নারকীয় হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা। নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। ধর্মীয় পরিচয় জানার পুরুষদের উপর চালানো হয়েছে গুলি।

Kashmir Terror Attack: পহেলগাঁও হামলার কড়া জবাব দিতে প্রস্তুত হচ্ছে ভারত। এর মাঝেই প্রকাশ্যে এল এক নতুন খবর। পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স হ্যান্ডেলের অ্যাকসেস বন্ধ করা হয়েছে ভারতে। ইতিমধ্যেই একগুচ্ছ কড়া পদক্ষেপ ঘোষণা করেছে ভারত সরকার। এদেশে থাকা পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজেদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে ভিসা। এর পাশাপাশি বাতিল হয়েছে সিন্ধু জলচুক্তি। বন্ধ করা হয়েছে ওয়াঘা-আটারি সীমান্তও। আর এইসবের পর পাকিস্তানের অফিশিয়াল এক্স হ্যান্ডেলের অ্যাকসেসও বন্ধ করে দিয়েছে ভারত।
এছাড়াও দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে সাদ আহমেদ ওয়ারিচকে তলব করেছে ভারত। পার্সোনা নন গ্রাটা অর্থাৎ তিনি অবাঞ্ছিত বলে দিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়েছে। 'পার্সোনা নন গ্রাটা' বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি গ্রাহক রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য ও অবাঞ্চিত ঘোষিত হয়েছে। এ ধরনের ব্যক্তি অবাঞ্চিত বলে ঘোষিত হলেই ঐ দেশ থেকে 'প্রত্যাহারযোগ্য' বলে বিবেচিত হবে। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় যে নারকীয় হত্যালীলা চলেছে, তার প্রেক্ষিতেই ভারতের এই পদক্ষেপ।
পহেলগাঁওয়ে হামলার ২ দিন, এখনও অধরা জঙ্গিরা। পহেলগাঁওয়ে হামলার পর ২০০০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। জঙ্গিদের খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট, চলছে চিরুনি তল্লাশি, ড্রোন উড়িয়ে নজরদারি। পহেলগাঁওতে হামলাকারী ৪ জঙ্গির ছবি প্রকাশ। হামলাকারীদের মধ্যে ২ জন পাকিস্তানি জঙ্গি আদিল ও আসিফ। পহেলগাঁওতে হামলার মাস্টার মাইন্ড আদিল গুরু, সূত্রের খবর। ২০১৮ সালে ভারতে অনুপ্রবেশ পাক জঙ্গি আদিলের, সূত্রের খবর। পাকিস্তান থেকে ৮ ঘণ্টা ট্রেক করে পহেলগাঁওতে পৌঁছয় জঙ্গিরা, খবর সূত্রের।
২২ এপ্রিল, মঙ্গলবার দুপুরে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায়। ২৬ জন পর্যটককে গুলি করে মেরেছে জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জানার পর, বেছে বেছে হিন্দু পুরুষদের নিশানা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বাংলার তিন বাসিন্দা। বিয়ের মাত্র সাতদিনের মাথায় মৃত্যু হয়েছে নৌসেনা লেফটেন্যান্ট হরিয়ানার বাসিন্দা বিনয় নারওয়ালের। মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তিনি। অন্যদিকে ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন কানপুরের শুভম দ্বিবেদী। স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াতে গিয়েছিলেন ভূস্বর্গ। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে শুভমেরও। কোথাও স্ত্রী, সন্তানের সামনে খুব করা হয়েছে যুবকদের। কোথাও বা মেয়ের চোখের সামনে নির্মম পরিণতি হয়েছে বাবার, কারণ জঙ্গিদের নির্দেশ অনুসারে তিনি 'কলমা' পড়তে পারেননি। আবার স্বামী মেরে ফেলার পর, স্ত্রী যখন বলেছেন তাঁকেও মেরে ফেলতে, জবাবে জঙ্গিরা বলেছে, 'মারব না, যাও মোদিকে গিয়ে বলো'।






















