এক্সপ্লোর
Advertisement
মা সেলফি তুলতে ব্যস্ত, কেরলের সমুদ্রে ভেসে গেল আড়াই বছরের শিশু
আড়াই বছরের ছেলেটির নাম অধিকৃষ্ণ।
আলাপুঝা: আরও এক প্রাণ কাড়ল সেলফির নেশা। গতকাল দুপুর আড়াইটে নাগাদ কেরলের সমুদ্রে এক শিশু ভেসে গিয়েছে। আলাপুঝা তটে এই ঘটনা যখন ঘটে, তখন তার মা সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।
আড়াই বছরের ছেলেটির নাম অধিকৃষ্ণ। দিনকয়েক আগে তার মা অনিতামোলি নিজের ২ সন্তান ও ভাইয়ের ১ ছেলে নিয়ে পালাক্কড় থেকে আলাপুঝায় এক আত্মীয়ের বাড়ি আসেন। রবিবার বিনু নামে ওই আত্মীয় গাড়ি চালিয়ে অনিতামোলি ও ৩টি শিশুকে পৌঁছে দেন আলাপুঝা সমুদ্রতীরে। সমুদ্র তখন উত্তাল থাকায় পুলিশ তাঁদের মেন গেট দিয়ে তটে ঢুকতে দেয়নি। তবু তাঁরা স্থানীয় ইএসআই হাসপাতালের পাশ দিয়ে ভেতরে ঢুকে যান। সমুদ্রে নেমে অনিতামোলি শুরু করেন বাচ্চাদের সঙ্গে সেলফি তোলা, বিনু যান গাড়ি পার্ক করতে। এই সময় উত্তাল ঢেউয়ে তাঁরা আটকে পড়েন, অধিকৃষ্ণ মায়ের হাত থেকে জলে ভেসে যায়। বিনু এসে উদ্ধার করেন অনিতামোলি ও অন্যদুটি শিশুকে।
খারাপ আবহাওয়া উপেক্ষা করে শিশুদের নিয়ে সমুদ্রতটে যাওয়ার জন্য জেলা শিশু কল্যাণ কমিটি অনিতামোলি ও বিনুর বিরুদ্ধে মামলা করার দাবি করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement