NITI Aayog Health Index: স্বাস্থ্যসূচকে শীর্ষে কেরল, সবচেয়ে খারাপ পরিস্থিতি উত্তরপ্রদেশে, জানাল নীতি আয়োগ
NITI Aayog: এই রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু এবং তেলেঙ্গানা।
নয়া দিল্লি: স্বাস্থ্য পরিষেবায় দেশের মধ্যে সেরা রাজ্যের তকমা পেল বাম শাসিত কেরল। নীতি আয়োগের চতুর্থ স্বাস্থ্য সূচক রিপোর্টে জানা গিয়েছে, দেশের সব রাজ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবায় সবচেয়ে নীচে রয়েছে উত্তরপ্রদেশ। এই রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে তামিলনাড়ু এবং তেলেঙ্গানা।
এই রিপোর্ট তৈরি করতে ২০১৯-২০কে রেফারেন্স বছর হিসেবে ধরা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু এবং তেলেঙ্গানা। বিশ্বব্যাঙ্কের টেকনিক্যাল সহায়তায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে সঙ্গে নিয়ে এই রিপোর্ট তৈরি করেছে নীতি আয়োগ।
২০১৯-২০ বছরে গোটা দেশকে বিপর্যস্ত করেছিল করোনা ভাইরাস। তবে এই রিপোর্টে সার্বিক পারফরম্যান্সের মাপকাঠিতে সবার শেষে রয়েছে উত্তরপ্রদেশ। বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে কেন্দ্রীয় সরকারি থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগের এই রিপোর্টে অস্বস্তিতে যোগী রাজ্য। তবে বেস ইয়ার (২০১৮-১৯) থেকে রেফারেন্স ইয়ার (২০১৯-২০) পর্যন্ত ইনক্রিমেন্টাল চেঞ্জের প্যারামিটারে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। এছাড়াও ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে স্বাস্থ্য পরিষেবায় শীর্ষে রয়েছে মিজোরাম। সবথেকে নীচে রয়েছে দিল্লি এবং জম্মু-কাশ্মীর।
আরও পড়ুন, 'হতাশার খবর', মিশনারিজ অব চ্যারিটিজের অ্যাকাউন্ট ফ্রিজে টুইট মমতার
সম্প্রতি ২০২০-২১ সালের সুশাসনের সূচক প্রকাশিত হয়েছিল। সেখানে শীর্ষে রয়েছে গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়া। এই সূচক অনুসারে, অর্থনৈতিক পরিস্থিতি, মানবসম্পদ উন্নয়ন, জনসাধারণের অবকাঠামো এবং উপযোগিতা, সামাজিক কল্যাণ ও উন্নয়ন, বিচার বিভাগ এবং আমজনতার নিরাপত্তা ক্ষেত্রগুলি দেখা হয়ে থাকে। উত্তর প্রদেশের পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের হিসেবের তুলনায় প্রায় ৯ শতাংশ বেড়েছে সূচক। বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে শীর্ষস্থানে উঠে এসেছে যোগী রাজ্য।