মৃত্যুর ২ দিন পরেও ভেন্টিলেটরে করোনা-আক্রান্তের দেহ! কাঠগড়ায় কলকাতার নার্সিংহোম
মৃত্যুর সময় জানতে মৃতদেহের ময়নাতদন্তের নজিরবিহীন সিদ্ধান্ত
কলকাতা: করোনা আক্রান্তের মৃত্যুর পরেও ২ দিন ভেন্টিলেটরে দেহ রেখে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। করোনা রিপোর্ট সঠিক কিনা, তা নিয়েও প্রশ্ন মৃতের পরিবারের। কাঠগড়ায় পার্ক সার্কাসের এক নার্সিংহোম।
কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। মৃত্যুর সময় জানতে মৃতদেহের ময়নাতদন্তের নজিরবিহীন সিদ্ধান্ত। যদিও মৃতের পরিবারের অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের।
যাঁর মৃত্যুকে ঘিরে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, ৫৫ বছরের সেই সবর আলির বাড়ি হুগলির চণ্ডীতলায়। গত ২৫ অগাস্ট শ্বাসকষ্টের কারণে তাঁকে ভর্তি করা হয় পার্ক সার্কাসের স্বস্তিক সেবা সদন নার্সিংহোমে। ভর্তির দিন থেকেই রোগী ছিলেন ভেন্টিলেটরে।
নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, ৩১ অগাস্ট বিকেলে ওই করোনা আক্রান্তের মৃত্যু হয়। পাল্টা মৃতের পরিবারের দাবি, ৩১ নয়, মৃত্যু হয়েছে তার দু’দিন আগে, ২৯ অগাস্ট। অভিযোগ, বিল বাড়ানোর জন্য মৃত্যুর পরেও ২ দিন ভেন্টিলেটরে দেহ রেখে দেওয়া হয়।
কবে মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তের দাবি তুলেছে পরিবার। এমনকী, আদৌ করোনা হয়েছিল কিনা তা জানতে মৃতদেহের কোভিড পরীক্ষার দাবিও তোলা হয়েছে।
যদিও মৃতের পরিবারের অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের। মৃতের পরিবারের দাবি মতো মঙ্গলবার বিকেলে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। বুধবার সেখানেই হবে ময়নাতদন্ত।
তবে মৃতদেহের থেকে নমুনা নিয়ে ফের করোনা পরীক্ষা হবে কিনা, তা নিশ্চিত নয়।